ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অস্বাভাবিক জোয়ারে জলমগ্ন ভেনিস

প্রকাশিত: ০৯:২৭, ১৯ নভেম্বর ২০১৯

অস্বাভাবিক জোয়ারে জলমগ্ন ভেনিস

ইতালির ডেনিস নগরী চলতি সপ্তাহে অস্বাভাবিক উঁচু জোয়ারের পানিতে তলিয়ে গেছে। রবিবারের জোয়ারের পানি ১৫০ সেন্টিমিটার (৪ দশমিক ৯ ফুট) পর্যন্ত উঠেছিল। রয়টার্স। ১৮৭২ সালে থেকে জোয়ার সংক্রান্ত তথ্য উপাত্তের রেকর্ড রাখা শুরুর পর এ সপ্তাহেই সবচেয়ে বেশি জোয়ারের পানিতে ডুবেছে শহরটি। রবিবার জোয়ারের পানি ১৬০ সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত উঠে যেতে পারে বলে শহরটির জোয়ার পূর্বাভাস কেন্দ্র সতর্ক করে। অস্বাভাবিক জোয়ারে শহরের সেন্ট মার্কস স্কয়ার তলিয়ে যায়। জরুরী এই পরিস্থিতি মোকাবেলায় কয়েক শ’ স্বেচ্ছাসেবক শহরের বাসিন্দাদের সাহায্য করেন।
×