ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

প্রকাশিত: ০৯:২৬, ১৯ নভেম্বর ২০১৯

দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

চীন সোমবার দক্ষিণ চীন সাগরে শক্তি প্রদর্শন না করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। এই ইস্যুটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অবিরাম অন্তরায়। -এপি তবে বলা হয় দুই দেশের সম্পর্কে উন্নতি ঘটছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল উ কিয়ান ব্যাঙ্ককে সাংবাদিকদের বলেন যে, এদিন আলোচিত অনেক বিষয়ের মধ্যে দক্ষিণ চীন সাগর ইস্যুটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ। এদিনই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার প্রথম চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উয়েই ফেঙ্গের সঙ্গে মুখোমুখি বৈঠক করেন। বোর্ডার এশিয়া ডিফেন্স অফিসিয়ালস কনফারেন্সের ফাঁকে তারা আধা ঘণ্টারও বেশি বৈঠক করেন। পরে এসপার সংক্ষিপ্ত মতবিনিময়ে সাংবাদিকদের বলেন, আমরা আলোচনা চালিয়ে যেতে ও বারংবার বৈঠকে বসতে সম্মত হয়েছি। আমরা যে কোন ইস্যুর উন্নয়ন ঘটাতে আলোচনা অব্যাহত রাখব। দীর্ঘদিন ধরে দক্ষিণ চীন সাগর বেজিং ও ওয়াশিংটনের মধ্যে বিবাদের প্রধান কেন্দ্রে রয়েছে। চীন দক্ষিণ চীন সাগরকে নিজেদের সার্বভৌম অঞ্চল হিসেবে দাবি করে।
×