ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গোটাবায়ার অধীনে কোন্ পথে শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৯:২৫, ১৯ নভেম্বর ২০১৯

গোটাবায়ার অধীনে কোন্ পথে শ্রীলঙ্কা

গোটাবায়া রাজাপাকসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় দেশটির সঙ্গে ভারতের দূরত্ব তৈরির ঝুঁকি যেমন তৈরি হয়েছে তেমনি সংখ্যালঘুরা আশঙ্কা করছেন তিনি তাদের প্রতি কঠোর হতে পারেন। গোটাবায়া এক সময় তামিল টাইগারদের কড়া হাতে দমন করে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করেছিলেন। রবিবার দেশটির মানুষ প্রমাণ করল যে তারা তার প্রতি বিশ্বাস হারায়নি। গোটাবায়া প্রতিরক্ষামন্ত্রী থাকাকালে প্রেসিডেন্ট ছিলেন মাহিন্দ রাজাপাকসে। ইন্ডিয়া টুডে। গোটাবায়া পান ৫২ দশমিক ২৫ শতাংশ ভোট। সোমবার তিনি দায়িত্ব গ্রহণ করেন। শনিবার নির্বাচনের দিন একাধিক সহিংসতার ঘটনা ঘটলেও ৮০ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করে। তবে জয়ী হওয়ার পরে তিনি শান্তি বজায় রাখার বার্তা দেন। তার জয়ের পেছনে তার সন্ত্রাসবিরোধী কড়া মনোভাবকে কৃতিত্ব দিচ্ছেন অনেকে। ২০০৯ সালে এলটিটিইর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হয়েছিল তার হাত ধরেই। চলতি বছর ২১ এপ্রিল রাজধানী কলম্বোসহ কয়েকটি শহরের তিনটি গির্জা ও তিনটি হোটেলে একযোগে জঙ্গী হামলায় প্রাণ হারায় ২৫৯ জন। প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগের ওই ঘটনাই রাজাপাকসের নির্বাচনী প্রচারের মূল অস্ত্র হয়ে উঠে। তিনি ক্ষমতায় এলে সন্ত্রাসবাদ দমনে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। গোটাবায়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ, দুর্নীতি এবং চীনকে সমর্থনের অভিযোগ উঠলেও শ্রীলঙ্কার মানুষ শেষ পর্যন্ত নিরাপত্তার আশ্বাসেই আস্থা রেখেছেন বলে মনে করছেন রাজনীতিবিদরা।
×