ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সময় এখন স্পর্শিয়ার...

প্রকাশিত: ০৮:৫৮, ১৪ নভেম্বর ২০১৯

সময় এখন স্পর্শিয়ার...

লেখার শিরোনামের মতোই কথাটা সত্য। পুরো নাম অর্চিতা স্পর্শিয়া। বলা যায় বর্তমান সময়ে বৃহস্পতি যার তুঙ্গে। বছর দুয়েক আগে বলেছিলেন, তিনি আর টিভি নাটক করবেন না। শুনে অনেকেই চমকে গিয়েছিলেন তার মতো এত পরিচিত মুখ টেলিভিশনে না দেখা গেলে ব্যাপারটা কেমন হয়! কেউ কেউ আবার বলেছে, স্পর্শিয়া বুঝি আর শোবিজেই থাকবে না! আসল ব্যাপারটা এসবের কিছুই ছিল না। তিনি আসলে ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছিলেন। আগামীতে বড় ক্যানভাসে কাজের.. যাইহোক বর্তমান সময়ে স্পর্শিয়া একজন চলচ্চিত্র অভিনেত্রী। চলতি বছর ‘আরার বসন্ত’ নামে তার প্রথম সিনেমা মুক্তি পেয়েছে। বিশেষ করে এই সিনেমায় তার অভিনীত সাহসী চরিত্র দর্শকদের ভাবিয়েছে। সম্প্রতি কলকাতায় একটানা ১২ দিন কাজ করে শেষ করলেন ওয়েব সিরিজ ‘নো কাপল এন্টি’ পাশাপাশি আগামীকাল ঢাকসহ সারাদেশে একসঙ্গে মুক্তি পাচ্ছে ‘ইতি, তোমারই ঢাকা’ নামের এই সময়ের আলোচিত সিনেমা এবং ১১তম আন্তর্জাতিক মাসকট চলচ্চিত্র উৎসবে যাচ্ছে এই অভিনয় শিল্পীর অভিনীত দুটি সিনেমা। আরও আছে আগামী মাসে মুক্তি পাবে তার অভিনীত কাঠবিড়ালি চলচ্চিত্র- পরিষ্কার বোঝাই যাচ্ছে ক্যারিয়ারে কোন অবস্থানে আছে স্পর্শিয়া! যাই হোক কাজের এমন দক্ষযজ্ঞের ভেতর কথা বলেন আনন্দকণ্ঠের সঙ্গে। আলাপকালে জানিয়েছেন নিজের ব্যক্তিগত অভিমত। শুরুতে স্পর্শিয়ার কাছে জানতে চাওয়া হয় ওয়েব সিরিজ ‘নো কাপল এন্ট্রি ’ এর অভিজ্ঞতা এবং গল্প সম্পর্কে। স্পর্শিয়া , বর্তমান সময়ে ওয়েবের জন্য ভাল ভাল কাজ হচ্ছে। মানুষ এখন নিজেদের সময় এবং প্রয়োজনে বিনোদিত হয় সুতরাং ওয়েব ইজ মাস্ট। ওয়েব সিরিজ ‘নো কাপল এন্ট্রি’র গল্প বলেন? গল্পটা ভীষণ সুইট! মিস মিলি ( আফসানা মিমি ) একটি ক্যাফে শপের মালিক। যে কি না তার রেস্তরাঁয় কোন কাপলকে প্রবেশ করতে দেন না। যারাই আসেন তারাই আলাদা আলাদা বসেন। ওই রেস্তরাঁয় আমি প্রায়ই যাই অতপর একজনের সঙ্গে আমার সৌজন্যের সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্ক পরবর্তীতে অন্য সম্পর্কে রূপ নেয়। মিস মিলির রেস্তরাঁয় কোনই বা এই নিয়ম! এমন মিষ্ট মধুর গল্পে এগোতে থাকে চার পর্বের এই ওয়েব সিরিজ। আগামীকাল আপনার অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’ মুক্তি পাচ্ছে যতদূর জানি এই চলচ্চিত্র এ যাবত ২৫টা চলচ্চিত্র উৎসবে গিয়েছে এবং একাধিক পুরস্কারে ভূষিত হয়েছে। এই চলচ্চিত্র সম্পর্কে বলুন? স্পর্শিয়া, ‘ইতি, তোমরই ঢাকা’ সম সাময়িক বাস্তবতার অন্য ধাঁচের সিনেমা। আমি শুধু বলবো, দর্শকদের জন্য দারুণ এক অভিজ্ঞতা অপেক্ষা করছে। এই সিনেমার বিশেষ দিক হলো ভিন্ন ভিন্ন গল্পের আলাদা আলাদা পরিচালক এবং সবগুলো গল্পই ঢাকাকে কেন্দ্র করে। সত্যিই একটি চমৎকার উদ্যোগ। এবার আসি আপনার অভিনীত দুটি চলচ্চিত্র ১১তম মাসকট চলচ্চিত্র উৎসবে যাচ্ছে সে বিষয়ে, এক কথায় প্রথম বছরেই বাজিমাত! কেমন লাগছে, এমন ছক্কা হাকিয়ে? স্পর্শিয়া; অনুভূতি, আমি আসলে এমন কাজই করতে চাই। যেটা আন্তর্জাতিক সেক্টরে আমাদের দেশ কে প্রতিনিধিত্ব করবে। এমন কাজ করতে গিয়ে সব শ্রেণীর দর্শক আমাকে চিনবে বা জানবে এমনটা নিয়েও আমি ভাবি না। ভিন্ন দেশ এবং সংস্কৃতির মানুষ আমাকে চিনবে এটাই আমার প্রাপ্তি। আন্তর্জতিক মানের কাজ এবং প্রতিনিধিত্ব করার মতো যথেষ্ট শক্তি ও যোগ্যতা নিজের আছে বলে মনে করেন? স্পর্শিয়া, আছে কি না জানি না তবে সব সময় অর্জনের চেষ্টা করি। এ ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা? আমি মনে করি কাজের ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা নেই, আসলে মানুষ নিজেই নিজের প্রতিবন্ধকতা তৈরি করে, যাইহোক সব মিলিয়ে আমি ভীষণ খুশি। মুক্তির অপেক্ষায় সিনেমার নাম বলুন? সামনের মাসে ‘কাঠবিড়ালি’ মুক্তি পাচ্ছে। সব কাজ প্রায় শেষ খুব শীঘ্রই ট্রেইলর এবং পোস্টার শূটে যাব। শুনেছি এই সিনেমায় যারা কাজ করেছেন তারা নাকি কেউ কোন পারিশ্রমিক নেননি। হ্যাঁ, ঠিক শুনেছেন এই সিনেমায় যারা কাজ করেছেন তারা কেউ পারিশ্রমিক নেননি। যে যার মতো করে কন্ট্রিবিউট করেছে। আর একটা সিনেমা ইতোমধ্যে কয়েকটা চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে, নূরুল আলম আতিকের পরিচালনায় ‘মানুষের বাগান’ এছাড়া ‘বন্ধন’ নামের একটা সিনেমা অনেক আগে করে ছিলাম সেটা এখনও মুক্তি পায়নি। স্পর্শিয়া আসলে এই স্বপ্নের দিনগুলোর জন্য দীর্ঘদিন অর্থকষ্টে থেকেও সিনেমার বাইরে নিজেকে কল্পনা করেনি। কারণ তিনি জানতেন তাকে সিনেমার নায়িকা হতে হবে। এই আত্মবিশ্বাসই তাকে এখানে নিয়ে এসেছে.. আনন্দকণ্ঠ প্রতিবেদক
×