ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীর উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৬:৫৩, ১৮ নভেম্বর ২০১৯

রাজধানীর উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় প্রায় তিন শতাধিক অস্থায়ী দোকান, ভ্যান, শেড উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন জানান, সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উত্তরার ১, ৩ , ৫, ৬, ৭, ৯, ১৩, ও ১৫ নম্বর সেক্টরে প্রায় তিন শতাধিক অস্থায়ী দোকান, ভ্যান, শেড উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাত ও সড়কে নির্মাণসামগ্রী রাখার অপরাধে ৭ নম্বর সেক্টরের আরএমসি হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ইতোপূর্বে এসব সেক্টরে উচ্ছেদকৃত স্থানসমূহ পরিদর্শন করে নতুন করে স্থাপিত অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ করা হয়। ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।
×