ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে পাওনা টাকা নিয়ে বিতন্ডায় দই ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ১২:৫৬, ১৮ নভেম্বর ২০১৯

 মুন্সীগঞ্জে পাওনা টাকা নিয়ে বিতন্ডায় দই ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিক্সা চালকের কাছে পাওনা টাকা নিয়ে বিত-ার ঘটনায় এক দই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার বিকেল ৫টার দিকে ঢাকা-দোহার সড়কের কসুরিপাড়া বাইপাসের তিন মাথার মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও এলাকার মৃত রঙ্গু খানের ছেলে মোঃ জাহাঙ্গীর খান (৫৫) বাইপাস মোড় এলাকায় দইয়ের পাইকারি ব্যবসা করতেন। তার কাছ থেকে পাইকারি হিসাবে দই ক্রয় করে উপজেলার ফুলকুচি এলাকার রিপন (৪০) খুচরা বিক্রি করত। বাকিতে দই নিয়ে রিপন ব্যবসা ছেড়ে অটোরিক্সা চালানো শুরু করে। রবিবার বিকেলে রিপন অটোরিক্সা নিয়ে জাহাঙ্গীরের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর রিপনের অটোরিক্সা থামানোর চেষ্টা করে। রিপন দ্রুত অটোরিক্সা থামাতে গেলে তা উল্টে যায়। এ সময় রিপন ও অটোযাত্রী ফুলকুচি এলাকার আফজাল মিয়ার স্ত্রী খালেদা মিলে জাহাঙ্গীরকে মারধর করে বলে অভিযোগ উঠেছে। মারধরে জাহাঙ্গীর অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে শ্রীনগর থানায় নিয়ে আসে।
×