ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বামী পলাতক ॥ ডাকাত গ্রেফতার

আদাবরে নারীকে বালিশ চাপা দিয়ে হত্যা

প্রকাশিত: ০৯:৩০, ১৮ নভেম্বর ২০১৯

আদাবরে নারীকে বালিশ চাপা দিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আদাবরে এক নারীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে ইন্দিরা রোডে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর আদাবরে নাছিমা ওরফে হাসিনা বেগম (৩৬) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর নিহতের স্বামী ডাবলু হাওলাদার রানা গা ঢাকা দিয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ আদাবর বায়তুল আমান হাউজিং সোসাইটির ১০-এর রোডের ৭১২/১৯/৫৩ নম্বর ভবনের দ্বিতীয় তলা থেকে নাছিমাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আদাবর থানার ওসি কাজি শাহিদুজ্জামান জানান, ডাবলু হাওলাদার রানা ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী নাসিমা বেগম ওরফে হাসিনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারণ ঘটনার পর থেকে নিহতের স্বামী ডাবলুকে খুঁজে পাওয়া যাচ্ছে। সে স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করেন। ওসি জানান, শনিবার রাতে স্ত্রী নাছিমা ও দুই সন্তানকে নিয়ে এক ঘরেই ঘুমিয়েছিলেন ডাবলু। পরের দিন রবিবার সকাল সাড়ে ৭টায় মায়ের ঘুম না ভাঙায় ডাকাডাকি শুরু করে বাচ্চারা। তাদের বাবা তখন ঘরে ছিলেন না। মায়ের সাড়া না পেয়ে বাচ্চারা কান্নাকাটি শুরু করে। পরে প্রতিবেশীরা নাছিমাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ওসি শাহিদুজ্জামান জানান, নাছিমার প্রথম স্বামী মারা যাওয়ার পর প্রায় ৪ বছর আগে ডাবলুর সঙ্গে তার বিয়ে হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, নিহতের নাক ও কানে রক্ত বের হচ্ছিল। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। নিহতের স্বামী ডাবলুকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। তার গ্রামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চরহোগলা গুনিয়ায়। তিন ডাকাত গ্রেফতার ॥ রাজধানীর ইন্দ্রিরা রোড এলাকা ডাকাতি চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন রাজিব (২২), মোহাম্মেল (৩৮) ও আহম্মেদ বাবু (৩২)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও একটি লাঠি উদ্ধার করা হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান জানান, শনিবার রাত পৌনে ৩টার দিকে ইন্দ্রিরা রোড একটি বাড়িতে ডাকাতি প্রস্তুতি নিচ্ছিলেন একদল ডাকাত। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম ওই এলাকা ঘিরে তিন ডাকাতকে আটক করে। কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছে।
×