ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে ‘ দুই রোহিঙ্গা নিহত

প্রকাশিত: ০৪:০৮, ১৭ নভেম্বর ২০১৯

বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে ‘ দুই রোহিঙ্গা নিহত

অনলাইন রিপোর্টার ॥ বান্দরবানে বিজিবির সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছে। রবিবার ভোর ৪টার দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তে ঘুমধুম-তুমব্রুর মাঝখানে চেয়ারম্যান ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমন কান্তি চৌধুরী। নিহতরা হলেন কক্সবাজার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে-১ এর আলী হোসেনের ছেলে মো. ইয়াছিন আলী (৩০) এবং একই এলাকার রোহিঙ্গা ক্যাম্পে-২ এর আবুল কালামের ছেলে হোসেন আলী (২৩)। ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ বলেন, সীমান্তে টহল দেওয়ার সময় একটি দলকে থামতে বললে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায় তারা। “আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই জনের লাশ পাওয়া যায়।” নিহতরা মাদক বিক্রেতা উল্লেখ করে তিনি জানান, সে সময় ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি, একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ইয়াছিন ও হোসেনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপতালের মর্গে পাঠানো হয়েছে।
×