ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ১২:৩০, ১৭ নভেম্বর ২০১৯

ক্যাম্পাস সংবাদ

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)’র অভ্যন্তরীণ গুণগতমান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি), ভারতের ব্যাঙ্গালুরুর এমটিসি গ্লোবাল, তামিল নাড়ুর বিবেকানন্দ কলেজ অব আর্টস এ্যান্ড সাইন্স ফর উইমেন (ভিকাস) এবং ভারতের বাল্লারীর বাল্লারী ইনস্টিটিউট অব টেকনোলজি এ্যান্ড ম্যানেজমেন্টের যৌথ আয়োজনে ‘বিজনেস, ম্যানেজমেন্ট ও এন্টারপ্রেনিউরশীপ শীর্ষক’ এক আন্তর্জাতিক সম্মেলন সম্প্রতি গ্রিন রোড ক্যাম্পাসে ড. এম আই পাটোয়ারী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সম্মেলনে বিশিষ্ট অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নারী উদ্যোক্তা অধ্যাপক মাসুদা এম রশিদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার, মোঃ সারোয়ার হোসেন ও অর্থ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ড. মোহাম্মদ আবু ইউসুফ। ডিআইইউর উপাচার্য অধ্যাপক ড. কে এম মোহসীন-এর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারতের বাঙ্গালুরুর এমটিসি গ্লোবালের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ড. ভোলানাথ দত্ত, ভুবনেশ্বরের শিক্ষা ও অনুসন্ধান বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আর পি মোহান্তি, ডিআইইউ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, সহ-সভাপতি ডা. এস কাদির পাটোয়ারী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মাইনুল ইসলাম। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কালচারাল ফেস্ট সম্প্রতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস ঢাকার সাঁতারকুলে কালচারাল ফেস্টÑ২০১৯-এর পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.কাজী শহীদুল্লাহ। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কেএম মোহসীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, ভাইস চেয়ারম্যান ডা. শহীদুল কাদির পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক। কালচারাল ফেস্ট-এ ১১টি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। ক্যাম্পাস প্রতিবেদক
×