ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু বিপিএলের লোগো উন্মোচন

প্রকাশিত: ১২:২০, ১৭ নভেম্বর ২০১৯

বঙ্গবন্ধু বিপিএলের লোগো উন্মোচন

স্পোর্টস রিপোর্টার ॥ এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০’র সপ্তম আসর শুরু হওয়ার কথা রয়েছে আগামী ১১ ডিসেম্বর থেকে। বিসিবির তত্ত্বাবধানে এবং স্পন্সরদের সহায়তায় এবার কোন ফ্র্যাঞ্চাইজি ছাড়াই ৭ দল নিয়ে হবে এবারের বিশেষ বিপিএল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করতে এবার এ আসরের নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। শনিবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সন্ধ্যায় এ আসরটির লোগো উন্মোচন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন লোগো উন্মোচন করেন। সবকিছু ঠিকঠাক থাকলে আজ সন্ধ্যায়ই প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। আগামী ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এর ৩ দিন পরই ১১ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএল মাঠে গড়াবে। এবার কোন ফ্র্যাঞ্চাইজি না থাকলেও আগের মতোই ৭টি দল অংশ নেবে। যার মধ্যে কুমিল্লা ও রংপুরের দুটি দলের দায়িত্ব নিয়েছে বিসিবিই। বাকি ৫ দলের স্পন্সর হয়েছে দেশের কয়েকটি প্রতিষ্ঠান। আসন্ন এই বঙ্গবন্ধু বিপিএলের লোগো অবশেষে নানা জল্পনা-কল্পনার পর শনিবার উন্মোচন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। বিসিবি সভাপতি পাপন ছাড়াও সেখাবে বোর্ডের পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় অংশগ্রহণকারী ৭ দলের নামও চূড়ান্তভাবে জানানো হয়েছে। দলগুলো হচ্ছে- যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, সিলেট থান্ডার্স, রংপুর রেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, কুমিল্লা ওয়ারিয়র্স। আজ এই দলগুলো সুযোগ পাবে পছন্দমতো ক্রিকেটারদের নিয়ে দল গোছানোর।
×