ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টি-১০ লীগে হারে শুরু বাংলা টাইগার্সের

প্রকাশিত: ১২:২০, ১৭ নভেম্বর ২০১৯

টি-১০ লীগে হারে শুরু বাংলা টাইগার্সের

স্পোর্টস রিপোর্টার ॥ মরুর দেশ আরব আমিরাতের আবুধাবিতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে টি-১০ ক্রিকেট লীগ। সেখানে এবারই প্রথম ‘বাংলা টাইগার্স’ নামে বাংলাদেশী মালিকানধীন একটি দল অংশ নিচ্ছে। শ্রীলঙ্কান তারকা অলরাউন্ডার থিসারা পেরেরার নেতৃত্বাধীন বাংলা টাইগার্সের শুরুটা ভাল হয়নি। শনিবার টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ডেকান গ্ল্যাডিয়েটর্সের কাছে ৬ উইকেটে হেরে গেছে তারা। নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ১০৮ রান করেছিল বাংলা টাইগার্স। রাইলি রুশো ১২ বলে ২৬, কলিন ইনগ্রাম ২১ বলে ৩৭ রান করে আউট হন। জবাবে ১ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গ্ল্যাডিয়েটর্স। ২৫ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪১ রান করে ম্যাচসেরা হন অধিনায়ক শেন ওয়াটসন। একই ভেন্যু শেখ জায়েদ স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলা টাইগার্সের প্রতিপক্ষ কর্নাটক টাস্কার্স। আরব আমিরাতে গত ২০১৭ সালে শুরু হওয়া টি-১০ লীগ ভালই সাড়া ফেলেছে ক্রিকেট সমর্থকদের মাঝে। ২০১৭ সালের পর ২০১৮ সালেও সফলভাবে অনুষ্ঠিত হয় এই লীগ। গত দুইবারের মতো এবারও আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেটের এই সংক্ষিপ্ততম ফরমেট। ৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মোট ২৯টি ম্যাচ। শেষ হবে আগামী ২৪ নবেম্বর। বাংলাদেশী মালিকানায় এই দলে বেশিরভাগ খেলোয়াড়ই বাংলাদেশের ছিল নিলামে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই টুর্নামেন্টে খেলার অনুমতি দিয়েছে শুধু ফরহাদ রেজাকে। তবে নিজেদের প্রথম ম্যাচে সুযোগ হয়নি এই অলরাউন্ডারের। বাংলা টাইগার্সের কোচের দায়িত্বে আছেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। দলের বাকি কোচিং স্টাফের সবাই বাংলাদেশী। বাংলা টাইগার্স : থিসারা পেরেরা (অধিনায়ক, আইকন), কলিন ইনগ্রাম, রাইলি রুশো, চিরাগ সুরি, ডেভিড ওয়াইজ, রবি ফ্রাইলিংক, শিহান জয়সুরিয়া, হাসান খান, ফরহাদ রেজা, আন্দ্রে ফ্লেচার, লিয়াম ফ্লাঙ্কেট ও কায়েস আহমেদ।
×