ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আমিরাত গেলেন বিমান বাহিনী প্রধান

প্রকাশিত: ১২:০৫, ১৭ নভেম্বর ২০১৯

আমিরাত গেলেন বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সস্ত্রীক ও দুই সফরসঙ্গীসহ আরব আমিরাতের কমান্ডার অব দ্য এয়ার ফোর্স এ্যান্ড এয়ার ডিফেন্সের আমন্ত্রণে চারদিনের সরকারী সফরে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে বিমান বাহিনী প্রধান দুবাইতে দুবাই ইন্টারন্যাশনাল এয়ার ফোর্স কমান্ডার্স কনফারেন্স জিইএস দুবাই এয়ার শো ২০১৯ এ অংশগ্রহণ করতে সেখানে গেছেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য নতুন নতুন যুদ্ধাস্ত্র ও প্রযুক্তি সরঞ্জাম সংযোজনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে এবং দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সুসম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। -আইএসপিআর বঙ্গবন্ধুর মাজারে নয়া সংসদ সচিবের শ্রদ্ধা স্টাফ রিপোর্টার ॥ নবনিযুক্ত আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব নরেন দাস শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ সময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
×