ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার সরাতে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে ॥ ফখরুল

প্রকাশিত: ১২:০৩, ১৭ নভেম্বর ২০১৯

সরকার সরাতে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সবাইকে রাজপথে নেমে সরকার সরাতে হবে। এজন্য জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। শনিবার দুপুরে রাজধানীর হোটেল পূর্বানীতে এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ‘ফেনী নদীর পানি চুক্তি : বাংলাদেশের সম্ভাব্য বিপর্যয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে আটক করে রাখার কোন বৈধতা নেই। আইনগতভাবে তিনি আটক থাকতে পারেন না। একটা মিথ্যা মামলার ওপরে সাজা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। তাকে আটক রাখা হয়েছে এজন্য যে তিনি হলেন- স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। যখন টিপাইমুখ বাঁধ করার জন্য তোড়জোড় চলছিল তখন খালেদা জিয়া সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন। তিনি এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ছিলেন। গণতন্ত্রের জন্য তিনি সারাজীবন লড়াই করেছেন। সেজন্যই আজকে তাকে আটক করে রাখা হয়েছে। ফখরুল বলেন, দালালের মতো বসে থেকে যারা আমাদের সবকিছুকে তছনছ করে দিয়েছে তাদেরকে সরাতে হবে। সেজন্য আমরা বলেছি রাতের নির্বাচন বাতিল করতে হবে। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নতুন নির্বাচন দিতে হবে। এতে দেশে জনগণের ভোটাধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। ফখরুল বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা পঙ্গু হয়ে পড়েছে, অথচ সরকার দেশের মানুষকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের স্বার্থ ক্ষুণœ হবে। তাই এ সরকারকে দ্রুত বিদায় করতে হবে। ফেনী নদীর পানি চুক্তির বিষয়ে সংসদে কোন আলোচনা হয়নি উল্লেখ করে ফখরুল বলেন, এটা এমন একটা সংসদ যেখানে ভারতের সঙ্গে করা চুক্তিগুলো নিয়ে কোন আলোচনা হয়নি। আমাদের সংবিধানে বলা আছে যেকোন চুক্তি নিয়ে সংসদে আলোচনা হতে হবে। ফখরুল বলেন, এ সরকার আসার পর ১২ বছর থেকে শুনছি তিস্তা চুক্তি এই হয়ে যাচ্ছে, এই হয়ে যাবে। আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে।
×