ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ১০:১০, ১৭ নভেম্বর ২০১৯

টুকরো খবর

চার মাদ্রাসা শিক্ষকের কারাদণ্ড নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৬ নবেম্বর ॥ সদর উপজেলার সালন্দর কামিল মাদ্রাসা কেন্দ্রে জেডিসি পরীক্ষার্থীদের নকল সরবরাহের দায়ে দুই কক্ষ পরিদর্শককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- এবং সঙ্গে মোবাইল রাখার দায়ে অপর দুই পরিদর্শককে এক হাজার টাকা হারে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল্ মামুন। শনিবার ওই কেন্দ্রে জেডিসি পরীক্ষার ইংরেজী বিষয়ে পরীক্ষা চলাকালে উত্তর হরিহরপুর মাদ্রাসার শিক্ষক মনসুর আলী ও ভেলাজান আনছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষিকা আয়েশা সিদ্দিকা নামে দুই কক্ষ পরিদর্শক নকল সরবরাহ করছিলেন। এ সময় তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন। এছাড়া একই কেন্দ্রে পরীক্ষা চলাকালে সঙ্গে মোবাইল রাখার দায়ে দানারহাট আনছারিয়া কামিল মাদ্রাসার শিক্ষক আবু সায়েম ও সালন্দর কামিল মাদ্রাসার শিক্ষিকা রশিদা বেগম নামে অপর দুই পরিদর্শককে এক হাজার টাকা হারে জরিমানা করা হয়। না’গঞ্জে ধর্ষক গ্রেফতার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণকে (১৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক উজ্জলকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বন্দর রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ধর্ষিতা বাদী হয়ে শুক্রবার রাতেই বন্দর থানায় মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত উজ্জল বন্দর রাজবাড়ী এলাকার ফারুক মিয়ার ছেলে। জানা যায়, রাজবাড়ী এলাকার উজ্জলের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে উজ্জল বিয়ের প্রলোভন দেখিয়ে গত বুধবার সকালে মোবাইলে যুবতীকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে ওই দিন দুপুরে ভাড়াটিয়া বাড়িতে যুবতীকে উজ্জল ধর্ষণ করে। খাল ভরাট করার প্রতিবাদে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আশুগঞ্জ পলাশ এগ্রো ইরিগেশন প্রকল্প এর সেচ পানির প্রধান খাল ও রিজার্ভার অবৈধভাবে বালি দিয়ে ভরাট করার প্রতিবাদে ও নিরবচ্ছিন্ন পানিপ্রবাহ পেতে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার গোলচত্বর এলাকায় আশুগঞ্জ এগ্রো-ইরিগেশন প্রকল্প সেচ পানি রক্ষা সংগ্রাম পরিষদ আয়োজিত মানববন্ধনে প্রকল্পের সেচ পানি ব্যবহারকারী তিন শতাধিক কৃষক অংশ নেয়। এতে মুক্তিযোদ্ধা আবুল হাসেম সভাপতিত্বে বক্তব্য রাখেন সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবুল মনসুর, সোহাগপুর প্রকল্পের ম্যানেজার হাজি মোঃ শামীম, আশুগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তাইফুর রহমান প্রমুখ। বিপুল ইয়াবাসহ গ্রেফতার চার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে তিন নারীসহ চার ইয়াবা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় আড়াই হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার জিএমপির সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন। আটককৃতরা হলো- গাজীপুরের সদর থানাধীন ছোটদেওড়া কাজীপাড়া এলাকার মৃত এমদাদুল হকের ছেলে মোঃ রাজু হোসেন ওরফে কানা রাজু (৩০), একই থানার রথখোলা এলাকার শিপন মিয়া ড্রাইভারের মেয়ে স্মৃতি আক্তার (১৮), একই জেলার শ্রীপুর থানার মাওনা চকপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী সনিয়া পারভীন (৩৫) ও ময়মনসিংহের ধোবাউড়া থানার নয়নকান্দি এলাকার মহরম আলীর মেয়ে রুবিনা আক্তার স্বপ্না (১৯)। এক রাতে তিন বাল্যবিয়ে বন্ধ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জ সদর উপজেলায় এক রাতে তিন স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিয়েগুলো বন্ধ করেন। তিনি প্রথমে সন্ধ্যা ছয়টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের হরিপুর গ্রামে দশম শ্রেণীর ছাত্রী মোছাঃ আশা খাতুন (১৫) রাত ৭টায় বাগবাটি ইউনিয়নের বৈদ্যধলডোব গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী সাদিয়া খাতুন (১৩) এবং রাত সাড়ে ৮ টায় পৌরসভার ধানবান্ধি মহল্লায় অষ্টম শ্রেণীর ছাত্রী বিথী খাতুননের (১৩) বাল্যবিয়ে বন্ধ করা হয়। বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, চট্টগ্রাম, ১৬ নবেম্বর ॥ বাঁশখালী উপজেলায় বিদ্যুতস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নাম মোহাম্মদ বাবুল (৩২)। শুক্রবার রাত ১টায় গ-ামারা ইউনিয়নের এক বিয়ের অনুষ্ঠানে ডেকোরেশনের বিদ্যুত সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। বাবুল এলাকার মর্তুজা আলী সাওদাগরের ছেলে। জানা যায়, বাবুল হাছিনা ডেকোরেশনের সহকারী পরিচালক। বাবুল তার শালির বিয়েতে ডেকোরেশনের লাইনে বিদ্যুত সংযোগ দেয়ার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন চিকিৎসক। শিশুর খ-বিখ- লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ নিখোঁজের ৬দিন পর শনিবার দুপুরে শিয়াল-কুকুরে খাওয়া এক শিশুর খ-বিখ- অর্ধগলিত লাশ গজারী বন থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম মুনিয়া আক্তার (৫)। সে গাজীপুর সদর উপজেলার মনিপুর মধ্যপাড়ার মোঃ মুনজুরুল ইসলামের মেয়ে। জয়দেবপুর থানার ওসি মোঃ জাবেদুল ইসলাম ও স্থানীয়রা জানান, গত ১০ নবেম্বর বাড়ির পাশে খেলতে গিয়ে শিশু মুনিয়া নিখোঁজ হয়। স্বজনরা সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরদিন এ ব্যাপারে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করে শিশুটির পরিবার। এদিকে শনিবার সকালে মনিপুর এলাকায় বন বিভাগের একটি গজারী বনে শিশুর দেহ থেকে বিচ্ছিন্ন মাথা দেখতে পায় স্থানীয়রা। ওই মাথার সূত্র ধরে খোঁজ করে তারা অল্প দূরে শিশুটির অর্ধগলিত লাশের হাত-পা ও দেহ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখে।
×