ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে জোড়া খুন মামলার আসামিসহ গ্রেফতার ৫

প্রকাশিত: ১০:০৯, ১৭ নভেম্বর ২০১৯

চট্টগ্রামে জোড়া খুন মামলার আসামিসহ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের সিআরবিতে ২০১৩ সালে টেন্ডারবাজির ঘটনায় জোড়া খুনের মামলার এক আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালি থানা পুলিশের একটি দল শুক্রবার গভীর রাতে এই পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে অস্ত্র তৈরির খুচরা যন্ত্রাংশ উদ্ধার করেছে এমন তথ্য দিয়েছে পুলিশ। শনিবার দুপুরে সিএমপির ডিসি সাউথের দফতরে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন ডিসি এস এম মেহেদী হাসান। পুলিশের তথ্য থেকে পাওয়া গেছে, নগরীর এনায়েত বাজার রানীর দীঘি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এলাকার ইসহাক ভিলায় অভিযান চলাকালে তৃতীয় তলার একটি কক্ষ থেকে ৫ সন্ত্রাসীকে আটক করা হয়। আটককৃতরা হলো শিশু আরমান (৮) ও সাজু পালিত (২৮) হত্যা মামলার ৬৪ আসামির মধ্যে টেন্ডার নিয়ন্ত্রণকারী তৎকালীন যুবলীগের কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী ও সম্পূরক চার্জশীটে থাকা আসামি শেখ ফরিদ আহম্মদ, অস্ত্র ব্যবসায়ী সিরাজুল ইসলাম। বন্যহাতির হানা ॥ গৃহবধূর মৃত্যু নিজস্ব সংবাদদাতা ,রাঙ্গামাটি, ১৬ নবেম্বর ॥ কাউখালী উপজেলার শামুকছড়ির মাটিছড়া এলাকায় দল ছুট একটি হাতির আক্রমণে মেসী মারমা (৪৭) নামে এক পাহাড়ী গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে একটি বন্যহাতি খাদ্যের সন্ধ্যানে পাইঅং মারমার বাড়িতে হানা দেয় । এই সময়ে পাইঅং মারমার স্ত্রী সন্তান নিয়ে জঙ্গলে আশ্রয় নেয়। গৃহবধূ বন্যহাতিটির সামনে পড়ে পৃষ্ট হয়ে মারা যায়। ওই রাতে হাতির ভয়ে এলাকাবাসী লাশ উদ্ধার করতে পারেনি। শনিবার সকালে পুলিশের সহায়তায় এলাকাবাসী লাশ উদ্ধার করে তার স্বজনকে দিয়ে দেয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
×