ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে সড়কে কলেজছাত্র নিহত ॥ প্রতিবাদে অবরোধ

প্রকাশিত: ১০:০৮, ১৭ নভেম্বর ২০১৯

কিশোরগঞ্জে সড়কে কলেজছাত্র নিহত ॥ প্রতিবাদে অবরোধ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৬ নবেম্বর ॥ কিশোরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিক্সার সঙ্গে ধাক্কা লেগে হাফিজুর রহমান পায়েল (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সের ফোর্স সুবেদার বজলুর রহমানের ছেলে এবং গুরুদয়াল সরকারী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। শনিবার সদর উপজেলার বড়পুল মোড়ের কাছে চরপাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল পৌনে ১০টার দিকে সদরের বড়পুল মোড়ের কাছে চরপাড়া এলাকায় মোটরসাইকেল চালানোর সময় কলেজছাত্র হাফিজুর রহমান পায়েল একটি অটোরিক্সার সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে কলেজছাত্র নিহত হওয়ার ঘটনায় দুর্ঘটনাস্থল এলাকায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে উত্তেজিত জনতা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গলাচিপায় চালক স্টাফ রিপোর্টার গলাচিপা পটুয়াখালী থেকে জানান, গলাচিপায় ট্রলির নিচে চাপা পড়ে ড্রাইভার রুবেল হাওলাদারের (২৫) মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার গলাচিপা-উলানিয়া সড়কের কালিকাপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময়ে ইট পরিবহনের জন্য ট্রলিটি পানপট্টি থেকে উলানিয়া যাচ্ছিল। ট্রলির মালিক পানপট্টি গ্রামের সোহরাব আকন নিজেই ট্রলিটি চালাচ্ছিল। ড্রাইভার রুবেল হাওলাদার পেছনে দাঁড়িয়েছিল। কালিকাপুর মাদ্রাসার কাছে দ্রুত ডানদিকে মোড় নিতে গেলে রুবেল হাওলাদার ট্রলি থেকে ছিটকে পড়ে এবং তার ওপর দিয়েই ট্রলিটি চালিয়ে নেয়া হয়। মুমূর্ষু অবস্থায় রুবেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত রুবেল হাওলাদার গলাচিপা পৌরসভার বাসিন্দা এবং শহিদ হাওলাদারের ছেলে। ভালুকায় গার্মেন্টস শ্রমিক নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ থেকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার জামিরদিয়া আইডিয়াল মোড়ে শনিবার সকালে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে । জানা যায়, ঘটনার সময় ওই স্থান দিয়ে রাস্তা পার হতে গিয়ে ময়মনসিংহগামী বাস স্কায়ার ফ্যাশনের অপারেটর ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদি গ্রামের খলিলুর রহমানের ছেলে মামুন হোসেনকে (২৬) চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান।
×