ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় মুজিব বর্ষ উপলক্ষে বইমেলা উদ্বোধন

প্রকাশিত: ১০:০৮, ১৭ নভেম্বর ২০১৯

সাতক্ষীরায় মুজিব বর্ষ উপলক্ষে বইমেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ‘বই দেখাবে আলোর পথ, গড়বো নতুন ভবিষ্যত’ প্রতিপাদে সাতক্ষীরায় উদ্বোধন করা হয়েছে ৮ দিনব্যাপী বইমেলা । মুজিববর্ষ পালন ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শনিবার সকালে শহরের আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য আআমস আরেফিন সিদ্দীক বলেন, জিপিএ-৫ পেলেই তাকে মেধাবী বলার সুযোগ নেই। বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদের সহপাঠীকে পিটিয়ে মেরেছে তারাও কম মেধাবী ছিল না। মেধা (কোট এবং আনকোট) এখানে মেধাকে মেধা বলা যাবে না। এই মেধা দিয়ে দেশের কোন মঙ্গল হতে পারে না। মেধার পাশাপাশি মানবিক মূলবোধ নিজের মধ্যে গড়ে তুলতে হবে। ভাল মানুষ হতে বই পড়ার বিকল্প কিছু নেই। যে বই পড়ে তার মাঝে সংবেদনশীলতা জন্ম নেয়। আর একজন সংবেদনশীল মানুষ কখনও অসৎ হতে পারে না। সে কখনও অন্যায় করতে পারে না। সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রী ডাঃ আফতাবুজ্জামান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, যুগ্ম সচিব শওকত আলী ও ফয়েজুর রহমান ফারুকি, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। বইমেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
×