ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিলেট সিটির পরিধি বাড়লে সেবার মানও বাড়বে ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০:০৭, ১৭ নভেম্বর ২০১৯

সিলেট সিটির পরিধি বাড়লে সেবার মানও বাড়বে ॥ পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন শনিবার সকালে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশনের আয়তন সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভায় বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পরিধি বাড়ানো হলে নগরবাসীকে আরও বেশি নাগরিক সুবিধা দেয়ার পাশাপাশি অধিকতর রাজস্ব আদায় হবে। এতে করে সিটি কর্পোরেশনের পরিধি ও সেবার মানও বাড়বে। জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সিলেট শহর বড় হলে উন্নয়ন কর্তৃপক্ষ গঠনেরও সুযোগ সৃষ্টি হবে। দেশের সবগুলো বড় শহরে উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে। খুলনা ও রাজশাহীতে উন্নয়ন কর্তৃপক্ষ থাকলেও সিলেটে নেই। শহর বড় হলে তখন আমরা বলতে পারব সিলেট অনেক বেশি মানুষের শহর, তাই সিলেটেও উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করতে হবে। মুন্সীগঞ্জে সালিশে সংঘর্ষ ॥ আহত ৫ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে শালিস বৈঠকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ ব্যক্তি আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের খলিল মার্কেটে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের মজিবর সর্দার (৫৭) ও আলম মিয়ার (৬০) মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকাল ১০টার দিকে এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কৃষ্ণনগর গ্রামের খলিল মার্কেটে উভয়পক্ষের উপস্থিতিতে শালিস বসে। সকাল থেকে দুপুর পর্যন্ত কোন প্রকার সমাধানের পথ না পাওয়ায় দুপুরে এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
×