ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে বন্ধুকে বাঁচাতে গিয়ে স্কুলছাত্র খুন

প্রকাশিত: ১০:০৬, ১৭ নভেম্বর ২০১৯

ঝিনাইদহে বন্ধুকে বাঁচাতে গিয়ে স্কুলছাত্র খুন

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৬ নবেম্বর ॥ বন্ধুকে বাঁচাতে গিয়ে ঝিনাইদহে সাইদুর জামান সিফাত (১৫) নামের দশম শ্রেণীর এক ছাত্র দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছে। শনিবার সকালে শহরের কালিকাপুরে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে নিহতের বন্ধু মাহি (১৫)। নিহত সাইদুর জামান সিফাত শহরের উজির আলী স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। সে কালিকাপুর পশ্চিমপাড়া এলাকার মনোয়ার মিয়ার ছেলে। নিহতের পিতা মনোয়ার মিয়া জানান, শুক্রবার রাতে সিফাতের বন্ধু মাহির সঙ্গে কথা কাটাকাটি হয় একই এলাকার সুমন ও লিওন নামের দুই যুবকের। শনিবার সকালে মাহি ও সিফাত দুই বন্ধু শহরের কালিকাপুর মোড়ে বসে মোবাইলে গেইম খেলছিল। সে সময় সুমন ও লিওনসহ আরও দুই যুবক এসে মাহিকে চাপাতি দিয়ে কোপানো শুরু করে। সিফাত তার বন্ধু মাহিকে বাঁচাতে দুর্বৃত্তদের বাধা দিলে তারা সিফাতকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে সিফাত ও মাহিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সিফাতের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ফরিদপুরে যাওয়ার পথে সিফাতের মৃত্যু হয়। সিফাত শহরের উজির আলী স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ছিল। গাজীপুরে ভাতিজা স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে শনিবার চাচার শাবলের আঘাতে ভাতিজা নিহত হয়েছেন। নিহতের নাম মনসুর হোসেন (৪৫)। তিনি কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নয়ানগর গ্রামের মৃত সাবির হোসেন ওরফে ছাদের মিলিটারির ছেলে। জানা গেছে, উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নয়ানগর গ্রামের সাবির ওরফে ছাদের মিলিটারির সঙ্গে বাড়ির পাশর্^বর্তী ১৬ শতাংশ জমি নিয়ে তার চাচা রবিউল আওয়ালের বিরোধ চলছিল। শনিবার সকালে রবিউল লোকজন নিয়ে ওই বিরোধপূর্ণ জমিতে বেড়া দিতে যায়। এ সময় মনসুর সেখানে গিয়ে বাধা দিলে দু’পক্ষের মাঝে বাগবিত-া ও হাতাহাতি হয়। একপর্যায়ে রবিউল তার হাতে থাকা শাবল দিয়ে সজোরে আঘাত করলে মনসুর মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা মনসুরকে উদ্ধার করে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বোয়ালখালীতে চাচা নিজস্ব সংবাদদাতা বোয়ালখালী চট্টগ্রাম থেকে জানান, বোয়ালখালীতে ভাতিজাদের মারধরে মোঃ বাদশা (৪৫) নামের এক দিনমজুর খুন হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার পোপাদিয়া আকুবদ-ী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত মোঃ বাদশা আকুদ-ী গ্রামের হোসেন ফকিরবাড়ির মৃত আবদুস সালামের ছেলে। তিনি ২ মেয়ে ও ১ ছেলে জনক। নিহতের বোন হোসনে আরা বেগম জানান, ১১টার দিকে ভাতিজা বখতেয়ার (৩০), মিজান (২৫) ও ভাইঝি ফেরদৌস বেগমের সঙ্গে তার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ঝগড়া বাঁধে। এ সময় মোঃ বাদশা ভাতিজাদের ঝগড়া না করতে নিষেধ করলে তারা বাদশার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মারধরে বাদশা নিস্তেজ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাহিদা আক্তার বলেন, বাদশা নামের এক ব্যক্তিকে নিথর অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করা হয়েছে। ফরিদপুর মেডিক্যাল ছাত্র ও বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, শেষ পেশাগত মেডিক্যাল পরীক্ষা চলাকালে নিখোঁজ হওয়া ফরিদপুর মেডিক্যাল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী নয়ন চন্দ্র নাথ (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের পশরা গ্রামে ঢাকা-বরিশাল বাইপাস সড়কের বামপাশে দিদারুল ইসলামের করাতকলের একটি কাঠের সঙ্গে গলায় রশি দেয়া ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ ছাত্রাবাস থেকে বের হয়ে যান নয়ন। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলনা। এদিকে ভাঙ্গায় বিয়াই বাড়ি থেকে রব মিয়া (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সৈয়দপুরে যুবক সংবাদদাতা সৈয়দপুর নীলফামারী থেকে জানান, রেললাইন থেকে কাইছালু (৩০) নামে এক যুবকের মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের ঢেলাপীর রেলগেটের রেললাইন থেকে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, নিহত যুবক হলেন নীলফামারীর সোনারায় সঙ্গলশী ইউনিয়নের বেড়াকুটি বড়ুয়া হাট এলাকার নজির আলীর পুত্র। কিছুদিন আগে সে পারিবারিক কলহজনিত কারণে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে গত পরশু বিয়ে করেন। আজ তার বাড়িতে ছিল বউভাত। সে নতুন পোশাকে ঢেলাপীর মোড়ে বেড়াতে আসে। হোটেলে নাস্তা শেষে বের হন। এরপর তাকে মাথা বিছিন্ন অবস্থায় ঢেলাপীর রেলেগেটে দেখা যায়। টঙ্গীতে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, শনিবার টঙ্গী বাজার সিরাজ উদ্দিন সরকার স্কুল এ্যান্ড কলেজ সংলগ্ন তুরাগ নদী থেকে অজ্ঞাত (৬৫) বৃদ্ধ লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। স্থানীয় লোকজন নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
×