ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাপাসিয়ায় চাচার শাবলের আঘাতে ভাতিজা নিহত

প্রকাশিত: ০৯:৫৪, ১৬ নভেম্বর ২০১৯

কাপাসিয়ায় চাচার শাবলের আঘাতে ভাতিজা নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে শনিবার চাচার শাবলের আঘাতে ভাতিজা নিহত হয়েছেন। নিহতের নাম মনসুর হোসেন (৪৫)। তিনি কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নয়ানগর গ্রামের মৃত সাবির হোসেন ওরফে ছাদের মিলিটারির ছেলে। কাপাসিয়া থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নয়ানগর গ্রামের সাবির ওরফে ছাদের মিলিটারির সঙ্গে বাড়ির পাশর্^বর্তী ১৬ শতাংশ জমি নিয়ে তার চাচা রবিউল আওয়ালের বিরোধ চলছিল। শনিবার সকালে রবিউল লোকজন নিয়ে ওই বিরোধপূর্ণ জমিতে বেড়া দিতে যায়। এসময় মনসুর সেখানে গিয়ে বাধা দিলে দু’পক্ষের মাঝে বাক বিতন্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে রবিউল তার হাতে থাকা শাবল দিয়ে সজোরে আঘাত করলে মনসুর মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা মনসুরকে উদ্ধার করে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এঘটনায় জড়িত কাইকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি।
×