ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভেলা বাইচ প্রতিযোগিতা

প্রকাশিত: ০৯:৪৩, ১৭ নভেম্বর ২০১৯

ভেলা বাইচ প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৬ নবেম্বর ॥ কালকিনি উপজেলার আলীপুর মোল্লারহাট সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় যুব সমাজের উদ্যোগে কলা গাছের তৈরি ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রেহেনা নেয়ামুল আকন, আফসার সরদার, জুলহাস মহাজন, শাহাদাত আকন, মুক্তিযোদ্ধা মোশারফ আকন, সাংবাদিক মোঃ জাফরুল হাসান প্রমুখ। ল্যাপটপ বিতরণ নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৬ নবেম্বর ॥ আর্থিকভাবে অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে ল্যাপটপ বিতরণ ও তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহারের লক্ষ্যে শিক্ষার্থীদের সচেতনা বৃদ্ধি শীর্ষক এক মতবিনিময় সভা শনিবার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ সাইফুল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শওকত ওসমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন।
×