ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ০৯:৪২, ১৭ নভেম্বর ২০১৯

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সংবাদদাতা, সাভার, ১৬ নবেম্বর ॥ সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার সকালে শিল্পাঞ্চল আশুলিয়ার বেলমায় অবস্থিত ট্রেন্ডি আউটওয়্যার লিমিটেড কারাখানার প্রায় ৭শ’ শ্রমিক কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। জানা গেছে, গত অক্টোবর মাসের বেতন পরিশোধ না করে নানা টালবাহনা করছেন কারখানা কর্তৃপক্ষ। অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা এর আগেও আন্দোলন করেছেন। সে সময় কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার বেতন পরিশোধ করবেন বলে সময় নেয়। শনিবার সকালে কারখানা কর্তৃপক্ষ আবারও সময় চাওয়ায় শ্রমিকরা ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। কারখানাটির কাটিং বিভাগের শ্রমিক মোহাম্মদ হজরত আলী বলেন, বেতন-ভাতার জন্য কারখানার মালিক আমাদের আর কত ঘোরাবে। কতদিন হলো এ সমস্যা তৈরি হয়েছে। বেতন-ভাতা না পেয়ে আমরা অনেক সমস্যার মধ্যে আছি। খেয়ে না খেয়ে দিন পার করছি আমরা। এ বিষয়ে ট্রেন্ডি আউটওয়্যার লিমিটেড কারখানার চেয়ারম্যান মোহাম্মদ সানোয়ার হোসেন জানান, গত বৃহস্পতিবার বেতন দেয়ার কথা থাকলেও ব্যাংকের অর্থ জটিলতার কারণে টাকা তোলা সম্ভব হয়নি। তাই সেদিন আমি শ্রমিকদেও বেতন দিতে পারিনি। শ্রমিকদের কাছ থেকে সময় চাওয়া হয়েছে আগামী সোমবার সকালে সব শ্রমিকদেও বেতন-ভাতা পরিশোধ করা হবে। নেত্রকোনায় বাল্য বিয়ে ও মাদক বিরোধী র‌্যালি নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৬ নবেম্বর ॥ বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) পরিচালিত ইয়ুথ গ্রুপের উদ্যোগে শনিবার বাল্যবিয়ে ও মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার আকবর আলী মুন্্সী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, ইয়ুথ গ্রুপের সম্পাদক তৃপ্ত্ িআক্তার ও উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ প্রমুখ। র‌্যালিতে ১০টি ইয়ুথ গ্রুপের ১শ’ ৫০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে। শহীদ মিনার থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পথসভার মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রদান করে।
×