ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উচ্চশিক্ষার মান উন্নয়নে এপিইউবি কার্যালয়ে মতবিনিময়

প্রকাশিত: ০৯:৪২, ১৭ নভেম্বর ২০১৯

উচ্চশিক্ষার মান উন্নয়নে এপিইউবি কার্যালয়ে মতবিনিময়

গত সোমবার বনানীর বাংলাদেশ বেসরকারী বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) কার্যালয়ে বাংলাদেশ এ্যাল্ডিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং কাউন্সিল সদস্য ইসতিয়াক আহমদ, প্রফেসর মোঃ গোলাম শাহি আলম, প্রফেসর সঞ্জয় কুমার অধিকারী, প্রফেসর এসএম কবীর বেসরকারী বিশ্ববিদ্যালয় সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারী বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন। এসময় এপিইউবির কার্যনির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান চৌধুরী, প্রফেসর শফিক আহমেদ সিদ্দিক, ট্রেজারার এবিএম মঈনউদ্দিন চিশতি ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উচ্চশিক্ষার মানোন্নয়ন বিষয়ে বাংলাদেশ এ্যাল্ডিডিটেশন কাউন্সিল এবং বাংলাদেশ বেসরকারী বিশ্ববিদ্যালয় সমিতির উপস্থিত সদস্যবৃন্দ মতবিনিময় করেন এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার কথা বলেন। -বিজ্ঞপ্তি।
×