ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গলাচিপায় ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৯:৪২, ১৭ নভেম্বর ২০১৯

গলাচিপায় ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গলাচিপা, পটুয়াখালী ॥ গলাচিপা পুলিশ ইয়াবাসহ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভির আহমেদ সোহাগকে গ্রেফতার করেছে। শুক্রবার রাত নয়টার দিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, সোহাগ গলাচিপার অন্যতম মাদক বিক্রেতা। ইয়াবা বিক্রির সময়েই তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫টি ইয়াবা জব্দ করা হয়। তানভির আহমেদ সোহাগ গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মৃত সোহরাব হাওলাদারের ছেলে। গলাচিপা থানা পুলিশ জানান, তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল তানভির আহমেদ সোহাগ দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক এনে এলাকায় বিক্রি করছে। তাকে হাতে নাতে ধরার জন্য শেষ পর্যন্ত পুলিশ ফাঁদ পাতে। পুলিশের সোর্সের কাছেই ইয়াবা বিক্রির সময়ে তাকে গ্রেফতার করা হয়। আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে চট্টগ্রাম-সিলেট রেলপথে উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ও পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। রেলওয়ে পুলিশ জানায়, সকালে সিলেট থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি আজমপুর রেলস্টেশন অতিক্রম করে। এ সময় ওই নারী রেললাইন পারাপার হতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
×