ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে আমন ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ০৯:৪০, ১৭ নভেম্বর ২০১৯

বরিশালে আমন ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঘূর্ণিঝড় বুলবুলের তা-বে আমন ও শীতকালীন শাক সবজির ক্ষয়ক্ষতির হিসাব প্রাথমিকভাবে নিরূপণ করা হলেও নিশ্চিত করে এখনও কোন তালিকা করা সম্ভব হয়নি। বিভাগের ছয় জেলায় পানি নেমে যাওয়ার পর এই ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না হলেও বিভাগে রোপা আমন ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক আফতাব উদ্দিন জানান, বুলবুলের আঘাতে বরিশাল বিভাগে রোপা আমন সাত লাখ ১৪ হাজার ৭২০ হেক্টর জমির মধ্যে আক্রান্ত হয়েছে এক লাখ ৭১ হাজার সাত শ’ হেক্টর জমির ধান। এছাড়া শীতকালীন সবজির আবাদ হয়েছিল আট হাজার ৭৯৬ হেক্টর জমিতে। এর মধ্যে আক্রান্ত হয়েছে তিন হাজার ২৭ হেক্টর জমি। যার মধ্যে খেসারি আবাদ হয়েছে এক হাজার ৮৬৮ হেক্টর জমিতে, যার পুরোটাই আক্রান্ত হয়েছে। পান আবাদ হয়েছে চার হাজার ১৩৮ হেক্টর জমিতে, যার মধ্যে আক্রান্ত হয়েছে ৬১৬ হেক্টর। কলা দুই হাজার ৬০১ হেক্টরের মধ্যে আক্রান্ত ৩৯৮ হেক্টর। পেঁপে ৯৮৭ হেক্টরের মধ্যে আক্রান্ত হয়েছে ৪০৩ হেক্টর। তিনি আরও জানান, বরিশাল বিভাগের ভোলা ও পটুয়াখালী জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। ভোলায় রোপা আমন আবাদ হয়েছিল এক লাখ ৭৯ হাজার ২৮০ হেক্টর জমিতে। যেখানে আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ৭৮৩ হেক্টর জমি। এ জেলায় শীতকালীন সবজির আবাদ হয়েছিল দুই হাজার সাত শ’ ৪২ হেক্টর জমিতে। দুর্যোগে আক্রান্ত হয়েছে ৭৪২ হেক্টর জমি। জেলাটিতে খেসারির আবাদ হয়েছিল ৫১৮ হেক্টর জমিতে যার পুরোটাই আক্রান্ত হয়েছে। পান আবাদ হয়েছে ৫৩৮ হেক্টর জমিতে, এর মধ্যে ৫৪ হেক্টর আক্রান্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হরিদাস শিকারী জানান, বরিশাল জেলায় রোপা আমন আবাদ হয়েছিল এক লাখ ২৪ হাজার ৬৩৩ হেক্টর জমিতে। দুর্যোগে আক্রান্ত হয়েছে ৫০ ভাগ জমি। যার পরিমাণ দাঁড়িয়েছে ৬২ হাজার তিন শ’ হেক্টর জমি। শীতকালীন শাক সবজির আবাদ হয়েছিল ২৫শ’ হেক্টর জমিতে, যেখানে আক্রান্ত হয়েছে ৯৮০ হেক্টর জমি। বরিশাল জেলায় খেসারির আবাদ হয়েছিল এক হাজার ৩৫০ হেক্টর জমিতে যার শতভাগ আক্রান্ত হয়েছে। কলা ৪৬৬ হেক্টর জমিতে আবাদ হয়েছিল, আক্রান্ত হয়েছে ১৫ ভাগ যার পরিমাণ ৭০ হেক্টর জমি। পেঁপে আবাদ হয়েছিল ৪৬৭ হেক্টর জমিতে, আক্রান্ত হয়েছে ১৫ ভাগ যা ৭১ হেক্টর জমি।
×