ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সহিংসতা পরিহারের আহ্বান হংকংয়ের নয়টি ভার্সিটি প্রধানের

প্রকাশিত: ০৯:৩২, ১৭ নভেম্বর ২০১৯

সহিংসতা পরিহারের আহ্বান হংকংয়ের নয়টি ভার্সিটি প্রধানের

চীনের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে চলমান বিক্ষোভে সহিংসতা ক্রমে মারাত্মক আকার নিচ্ছে। এ পরিস্থিতিতে সেখানকার নয়টি বিশ্ববিদ্যালয়ের প্রধান উভয় পক্ষকে রাজনৈতিক সহিংসতা পরিহারের আবেদন জানিয়েছেন। খবর স্ট্রেইট টাইমস অনলাইনের। চলমান চীন বিরোধী বিক্ষোভে এসব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। হংকং কর্তৃপক্ষ এসব বিশ্ববিদ্যালয়ের এক লাখ ৮০ হাজার ছাত্র ও কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে বলেছে, এদের বিরুদ্ধে কোন প্রকার বেআইনী কাজের প্রমাণ পাওয়া গেলে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, হংকংয়ের চাইনিজ বিশ্ববিদ্যালয়ে গত পাঁচদিন অচলাবস্থা থাকার পর শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক হয়। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের চারপাশে পড়ে থাকা আবর্জনা সরিয়ে নেয়। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ছড়িয়ে পড়েছে দাবানল অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের অনেক জায়গায় শনিবার দাবানল ছড়িয়ে পড়েছে। এসব দাবানল নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক কর্মীরা হিমশিম খাচ্ছে। এদিকে আগামী দিনগুলোয় তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে অস্ট্রেলিয়ায়। ফলে দেশটিতে জ্বলতে থাকা দাবানল আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসি ও রয়টার্স। অস্ট্রেলিয়ার দুটি রাজ্যে এক সপ্তাহ ধরে জ্বলতে থাকা ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত চারজনের প্রাণ হারানোর কথা জানা গেছে। মূলত খরা-কবলিত কৃষিজমি ও ঝোপঝাড়ের কারণে দাবানল এত ভয়াবহ রূপ ধারণ করেছে। শুক্রবার পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা গেলেও নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড রাজ্য দুটিতে প্রায় ১২০টি দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খেতে দেখা গেছে অগ্নিনির্বাপক কর্মীদের। শুক্রবার রাতে অগ্নিনির্বাপক কর্মীরা সিডনির উল্টরপশ্চিম উপকণ্ঠের গসপার পর্বতে ছড়িয়ে পড়া আগুন নেভাতে চেষ্টা চালায়।
×