ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাগদাদে বোমা বিস্ফোরণ, নিহত ২

প্রকাশিত: ০৯:৩১, ১৭ নভেম্বর ২০১৯

বাগদাদে বোমা বিস্ফোরণ, নিহত ২

ইরাকের রাজধানী বাগদাদের তায়ারান স্কয়ারে বোমা বিস্ফোরণে দুজন নিহত ও ১২ জন আহত হয়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে গত কয়েক সপ্তাহের সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতার মধ্যে শুক্রবার এ অত্যাধুনিক বোমার বিস্ফোরণ ঘটল। যদিও এ ঘটনার সঙ্গে বিক্ষোভের কোন যোগ আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। রয়টার্স। ঘটনাস্থলের কাছে তাহরীর স্কয়ারই বাগদাদের এখনকার সরকারবিরোধী বিক্ষোভের অন্যতম কেন্দ্র। দুর্নীতি ও শাসনব্যবস্থায় বিতৃষ্ণ লাখো ইরাকী অক্টোবরের প্রথম থেকে বাগদাদ ও দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে লাগাতার বিক্ষোভ শুরু করে। উত্তেজনা প্রশমনে প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদির সরকার বেশকিছু পদক্ষেপ নিলেও আন্দোলনকারীদের শান্ত করা যায়নি। এখন পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ-সহিংসতায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) দমন করার পর দুই বছর ইরাক তুলনামূলক শান্ত থাকলেও গত কয়েক সপ্তাহের আন্দোলন তেলসমৃদ্ধ দেশটিতে নতুন অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে।
×