ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাবরি মসজিদ ফেরতের দাবি ওয়াইসির

প্রকাশিত: ০৯:৩১, ১৭ নভেম্বর ২০১৯

বাবরি মসজিদ ফেরতের দাবি ওয়াইসির

ভারতের বহু প্রতীক্ষিত অযোধ্যার বাবরি মসজিদ ও রাম মন্দির নিয়ে করা মামলার রায় এরই মধ্যে সুপ্রীমকোর্টে ঘোষণা করা হয়েছে। রায়ে বাবরি মসজিদের বিরোধপূর্ণ জমি রামজন্মভূমি ট্রাস্টকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগই। সেক্ষেত্রে নতুন একটি মসজিদ নির্মাণে মুসলিমদের জন্য আলাদা স্থানে ৫ একর জমি বরাদ্দের নির্দেশও দেয়া হয়। ৯ নবেম্বর সকালে ঐতিহাসিক এই রায় ঘোষণা করা হয়। যেখানে প্রধান বিচারপতি ছাড়াও বেঞ্চে ছিলেন বিচারপতি এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড় অশোক ভূষণ এবং এস আব্দুল নাজির। এনডিটিভি। এদিকে বিতর্কিত এই মামলাটির রায় ঘোষণার পর বাবরি মসজিদ ফেরত চাই বলে দাবি জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমেনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। যদিও এর আগে তিনি বলেছিলেন, ‘আদালতের বরাদ্দকৃত পাঁচ একর জমি আমরা চাই না।’ তখন ‘আউটলুক ম্যাগাজিনকে’ দেয়া এক সাক্ষাতকারে ওয়াইসি জানিয়েছিলেন, ‘যা কিছু ভারতীয় সংবিধান এবং বহুত্ববাদের বিরোধিতা করে আমি তার বিরোধিতা করবই। আমার জন্য সংবিধানই শেষ কথা। কেননা সংবিধানই আমাকে সেই অধিকার দিয়েছে যেখান থেকে শ্রদ্ধার সঙ্গে আমি চাইলেই সুপ্রীম কোর্টের রায়ের বিরোধিতা করতে পারি।’ শুক্রবার তিনি বলেছেন, ‘আমি আমার বাবরি মসজিদ ফেরত চাই। কেননা আমাদের যুদ্ধ কখনোই এক টুকরো জমির জন্য নয়। সকলের আইনী অধিকার যেন অক্ষুণœ থাকে সেদিকে নজর রাখাই আমার কাজ। শীর্ষ আদালতও এরইমধ্যে জানিয়েছে মসজিদ তৈরির জন্য কোন মন্দির ধ্বংস করা হয়নি। তাই আমি আমার মসজিদকে ফেরত চাই।’ ওয়াইসি আরও বলেন, ‘আদালতের এই রায়ে আমি সন্তুষ্ট না। যদিও সংবিধানের প্রতি এখনও আমার পূর্ণ আস্থা রয়েছে। আমরা সকলের বৈধ অধিকার নিয়ে লড়াই করে যাচ্ছি। দান কিংবা বরাদ্দ যাই হোক, এই পাঁচ একর জমি আমাদের প্রয়োজন নেই। অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল’ বোর্ডের সঙ্গে আমি একমত, তারাও এই রায়ে সন্তুষ্ট নয়।’ এর আগে গত ১৬ অক্টোবর ভারতীয় সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগইয়ের নেতৃত্বাধীন ৫ সদস্যের একটি যৌথ বেঞ্চ অযোধ্যা জমি বিতর্কের শুনানি সম্পন্ন করেন।
×