ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শুনানি চলাকালেই ট্রাম্পের টুইট আক্রমণ

প্রকাশিত: ০৯:৩১, ১৭ নভেম্বর ২০১৯

শুনানি চলাকালেই ট্রাম্পের টুইট আক্রমণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন বিষয়ক তদন্তে দ্বিতীয় দিনের প্রকাশ্য শুনানি চলা অবস্থায়ই সাক্ষ্য দিতে থাকা ইউক্রেনের সাবেক মার্কিন রাষ্ট্রদূত ম্যারি ইয়াভানোভিচকে নিয়ে আক্রমণাত্মক টুইট পোস্ট করেছেন ট্রাম্প। শুক্রবার দ্বিতীয় দফার এই শুনানিতে ইয়াভানোভিচকে জেরা করা হয়। জেরার এক পর্যায়ে ট্রাম্প সাবেক রাষ্ট্রদূতের সমালোচনা করে টুইটবার্তায় বলেন, অতীতে যেসব দেশেই ম্যারি ইয়াভানোভিচকে পাঠানো হয়েছে সেসব দেশেই সমস্যা দেখা দিয়েছে। ‘তিনি শুরু করেছিলেন সোমালিয়া দিয়ে, কী হয়েছিল ওখানে? প্রশ্ন রাখেন ট্রাম্প। সাবেক রাষ্ট্রদূতের কাছে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি ট্রাম্পের মন্তব্যকে ‘ভয় দেখানোর চেষ্টা’ বলে অভিযোগ করেন। পরে আবার ট্রাম্প দাবি করেন, তার টুইটগুলো মোটেও ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে ছিল না। সাংবাদিকদের তিনি বলেন, তিনি অভিসংশন শুনানির কিছু অংশ দেখেছেন এবং তার কাছে এটিকে ‘অপমানজনক’ মনে হয়েছে। ইউক্রেনে অবস্থানরত ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের কথিত দুর্নীতি তদন্তে কিয়েভের প্রসিকিউটর জেনারেলকে অনুরোধ না করায় মার্কিন রাষ্ট্রদূতের পদ থেকে মে মাসে তাকে অপসারণ করেছিল ট্রাম্প প্রশাসন। -বিবিসি
×