ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বন্যায় ডুবছে ভেনিস, জরুরী অবস্থা জারি

প্রকাশিত: ০৯:৩০, ১৭ নভেম্বর ২০১৯

বন্যায় ডুবছে ভেনিস, জরুরী অবস্থা জারি

ইতালির রাজধানী ভেনিসে জরুরী অবস্থা জারি করা হয়েছে। গত কয়েকদিন ধরে জোয়ারের পানিতে পর্যটন শহরটি গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। দোকানপাট, চার্চ ও বাড়ি-ঘরে ঢুকেছে বন্যার পানি। পুরো শহর এক অনাকাক্সিক্ষত পরিস্থিতির মুখে পড়ায় জরুরী অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিবিসি। ইতালির প্রধানমন্ত্রী গুসেপ্পে কান্তে বলেছেন, তার মন্ত্রিসভা ভেনিসে জরুরী অবস্থা জারির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। এছাড়াও মঙ্গলবার থেকে বন্যা শুরুর পর পুরো শহর যেভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে তা মোকাবেলায় জরুরী পদক্ষেপ হিসেবে সরকারের তরফ থেকে ২০ মিলিয়ন ইউরো তহবিল ছাড়েরও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গোটা বিশ্বের পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় শহর ভেনিসে জোয়ারের পানি প্রবেশ করতে শুরু করে গত মঙ্গলবার থেকে। তারপর এখন পর্যন্ত শহরের প্রায় আশি শতাংশ এলাকা বন্যায় নিমজ্জিত। দেশটির জোয়ার পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাব মতে, এবার জোয়ারের পানি ১ দশমিক ৮৭ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরিয়ার উত্তরাঞ্চলে ঘাঁটি নির্মাণ করছে তুরস্ক কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কয়েক সপ্তাহ পর সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশে সামরিক ঘাঁটি নির্মাণ করছে তুরস্ক। ইতোমধ্যে তুর্কী সেনারা কাজ শুরু করে দিয়েছে। হাসাকার আল-আইন শহরের দক্ষিণ পাশে আল-হাওয়াস এলাকায় ঘাঁটি নির্মাণ করা হচ্ছে। ঘাঁটি নির্মাণের আগে তুরস্কের সেনা এবং তাদের সিরীয় মিত্র গেরিলারা এলাকায় আকস্মিক অভিযান চালায় এবং এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মঙ্গলবার জানিয়েছে, তুর্কী সেনাদের উপস্থিতির বিরুদ্ধে সিরিয়ার উত্তরাঞ্চলে বেসামরিক লোকজন বিক্ষোভ করলে তাদের ওপর তুর্কী সেনারা গুলি চালায়। -গার্ডিয়ান
×