ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে স্লিপিং কিট্স বিতরণের নামে শিশুদের দুর্ভোগ

প্রকাশিত: ১২:০০, ১৬ নভেম্বর ২০১৯

বাউফলে স্লিপিং কিট্স বিতরণের নামে শিশুদের দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী, ১৫ নবেম্বর ॥ পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জিয়াউর রহমান ও বাউফলের ইউএনও পিজুস চন্দ্র দেকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। স্লিপিং কিট্স বিতরণের নামে প্রচন্ড রোদের মধ্যে একটি কলেজ মাঠে শিশু শিক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে দাঁড় করিয়ে রাখার ঘটনায় অসন্তোষ প্রকাশ করলে আয়োজকদের হাতে তারা লাঞ্ছিত হন। জানা গেছে, শুক্রবার দুপুরে বগা ডাঃ ইয়াকুব শরিফ ডিগ্রী কলেজ মাঠে কানাডিয়ান সংস্থা এসসিএডব্লিউ এবং ঢাকা রোটারি ক্লাবের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের মধ্যে স্লিপিং কিট্স বিতরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসম ফিরোজ এমপি। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জিয়াউর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, বাউফলের ইউএনও পিজুস চন্দ্র দে ও ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার কানাডিয়ান সংস্থা এসসিএডব্লিউ এবং ঢাকা রোটারি ক্লাবের উদ্যোগে হতদরিদ্র ৬ থেকে ১২ বছর বয়সী প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিশু শিক্ষার্থীদের মাঝে ১৩শ’ স্লিপিং কিট্স বিতরণের উদ্যোগ নেয়।
×