ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু

প্রকাশিত: ১১:৫৮, ১৬ নভেম্বর ২০১৯

 রূপপুর পারমাণবিক  বিদ্যুত কেন্দ্রে রুশ  নাগরিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী, পাবনা ॥ নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাশিয়ার বেলারুশ নাগরিক বেলাহাউ ইহার (৪৯) মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সাংবাদিকদের কাছে কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র প্রকল্পে ট্রেট রোশিম নামের একটি বিদেশী সাব ঠিকাদারি প্রতিষ্ঠানের উপ-পরিচালক পদে কর্মরত বেলাহাউ ইহার এর বুকে বৃহস্পতিবার রাতে ব্যথা শুরু হয়। এক পর্যায়ে তার অবস্থা বেগতিক হলে তাকে প্রকল্পের নিজস্ব মেডিক্যাল হাসপাতালে রাখা হয়। পরে তাকে রাজশাহীর বেসরকারী সিডিএম হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
×