ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দলীয় এমপিদের সংসদ থেকে বেরিয়ে আসার পরামর্শ দিলেন গয়েশ্বর

প্রকাশিত: ১১:৫৮, ১৬ নভেম্বর ২০১৯

 দলীয় এমপিদের সংসদ থেকে বেরিয়ে আসার  পরামর্শ দিলেন গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ দলীয় এমপিদের জাতীয় সংসদ থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার দুপুরে জাতীয় প্রেক্লাবে প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকা স্মরণে ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। বিএনপির জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সমালোচনা করে গয়েশ্বর বলেন, নির্বাচনের আগে বিএনপি ৭ দফা দিয়েছিল। যদি ৭ দফা না দিয়ে এক দফায় খালেদা জিয়ার মুক্তি চাইতাম তাহলে মুক্তি না হয়ে যেত না। নির্বাচনের ফল যে এমন হবে এটা তো আমরা আগে থেকেই জানতাম। গয়েশ্বর বলেন, বিএনপির রাজনীতি এখন আত্মরক্ষামূলক। এই রাজনীতি করে কখনই জয়ী হওয়ার কোন সম্ভাবনা নেই। তাই আত্মরক্ষামূলক রাজনীতির পরিবর্তে এখন আক্রমণাত্মক রাজনীতি বড় প্রয়োজন। দলীয় এমপিদের উদ্দেশ করে তিনি বলেন, আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে বিএনপির সংসদ সদস্যদের কথা বলতে দেবে কেন? এই সংসদ তো তাদের, এই সংসদ জনগণের নয়। তাই দলীয় এমপিদের বলছি সংসদে যাওয়ার যেমন নিয়ম আছে, সংসদ থেকে বের হয়ে আসারও নিয়ম আছে। আয়োজক সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি দলীয় এমপি মোশাররফ হোসেন প্রমুখ। পেঁয়াজ সিন্ডিকেটের বিরুদ্ধে কোন শুদ্ধি অভিযান নেই- রিজভী ॥ পেঁয়াজ সিন্ডিকেটের বিরুদ্ধে কোন শুদ্ধি অভিযান নেই বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এ অভিযোগ করেন।
×