ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুহূর্তেই ডুবে গেল পার্লামেন্ট

প্রকাশিত: ১০:৫৪, ১৬ নভেম্বর ২০১৯

  মুহূর্তেই ডুবে গেল  পার্লামেন্ট

ইতালির ভেনিসে স্থানীয় পার্লামেন্টে জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রস্তাব প্রত্যাখ্যানের কিছুক্ষণ পরই সেখানে পানি ঢুকে পড়ে। মঙ্গলবার ভেনিসের গ্র্যান্ড ক্যানালে এই ঘটনা ঘটে যা বিগত ৫০ বছরে প্রথম। সাগরের পানির ওপর গড়ে ওঠা পৃথিবীর একমাত্র ভাসমান শহর ভেনিস। ভাসমান এ শহরটি দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক যায়। ফলে ইতালি সরকারের অন্যতম আরেকটি আয়ের উৎস ভেনিস। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কম হওয়ায় সামান্য জোয়ারেই ডুবে যায় ভেনিসের নিচু অঞ্চলগুলো। প্রতিবছর অক্টোবর থেকে ফেব্রুয়ারিতে জোয়ারের পানি প্রবেশ করে। ভেনেতো রিজিওনাল কাউন্সিল নামে ওই স্থানীয় পার্লামেন্টে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা থেকে পানি ঢুকতে শুরু করে। সেখানে ২০২০ সালের বাজেট নিয়ে কথা হচ্ছিল। ডেমোক্র্যাটিক পার্টি কাউন্সিলর এ্যান্দ্রে জানোনি তার ফেসবুক পোস্টে বলেন, দুর্ভাগ্যবশত জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের প্রস্তাব প্রত্যাখ্যানের দুই মিনিটের মধ্যে সেখানে পানি ঢুকে যায়। ফেসবুকে সেখানকার একটি ছবিও দেন পরিবেশ কমিটির এই উপপ্রধান। -এক্সপ্রেস
×