ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খন্দকার ইসমাইলের ম্যাগাজিন ‘স্মাইল শো’ আজ

প্রকাশিত: ০৯:২৬, ১৬ নভেম্বর ২০১৯

 খন্দকার ইসমাইলের ম্যাগাজিন  ‘স্মাইল শো’ আজ

সংস্কৃতি ডেস্ক ॥ মিডিয়া ব্যক্তিত্ব খন্দকার ইসমাইলের গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো’। এটিএন বাংলার বিশেষ ম্যাগাজিন ‘স্মাইল শো’ অনুষ্ঠানটি আজ শনিবার রাত ১১টায় প্রচার করা হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মুকাদ্দেম বাবু। অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী আরিফুল ইসলাম। বিষয়ভিত্তিক ‘স্মাইল শো’ এর এবারের পর্বে অনলাইনের বিভিন্ন বিষয় হাস্যরসাত্মক স্কিডের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। বর্ণাঢ্য আলো ঝলমলে সেটে জমকালো পরিবেশনা আর ব্যতিক্রমী সব আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের ‘স্মাইল শো’। অনুষ্ঠানের বিভিন্ন স্কিডে অভিনয় করেছেন কাজী উজ্জল, জাহিদ শিকদার, মনা সিদ্দিক, আশরাফ কবীর, লিটন খন্দকার, উত্তম অধিকারী, ডাঃ সোহেলী মুক্তা, নূরন্নবী রাসেলসহ অনেকে। ‘স্মাইল শো’ অনুষ্ঠানের জন্য অনলাইন নিয়ে নির্মিত গানে কণ্ঠ দেন অর্জুন কুমার বিশ্বাস। সঙ্গে রয়েছে ফোক ও আধুনিকের সমন্বয়ে শফি মন্ডল ও শফিক তুহিনের পরিবেশনা। বাড়তি আকর্ষণ হিসেবে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন জনপ্রিয় শিল্পী এস আই টুটুলের ব্যান্ড ধ্রুবতারা। বিষয়ভিত্তিক ‘স্মাইল শো’র এবারের পর্ব অনলাইন নিয়ে। অনলাইনের ভাল ও খারাপ দুই দিক ইন্টারনেট বা অনলাইন মানুষের জীবনে অনেক বড় প্রভাব ফেলছে। অনলাইন বিশ্ব, চমকে দিচ্ছে নতুন নতুন উদ্ভাবনে। যেহেতু টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে ইন্টারনেট এখন সস্তা ও সহজলভ্য। এর ফলে বাড়ছে অনলাইনে যুক্ত মানুষের সংখ্যা। মোবাইল আর ইন্টারনেটে ছেয়ে গেছে পৃথিবী। বিশ্বায়নে ডিজিটাল রূপ দিয়েছে ইন্টারনেট। তাই তো ঘরের ফ্যান চালানো থেকে শুরু করে দুরারোগ্য ব্যাধির চিকিৎসা চলছে অনায়াসে। অনলাইনে যেমন ভাল দিক রয়েছে তেমনি কিছু খারাপ দিকও রয়েছে। এসব নিয়েই এবারের ‘স্মাইল শো’।
×