ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হুমকি-ধামকির প্রতিবাদে নড়াইলে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০১:৫০, ১৫ নভেম্বর ২০১৯

হুমকি-ধামকির প্রতিবাদে নড়াইলে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার গোপীনাথপুর এলাকার শিহাব মল্লিকের (২৮) অব্যাহত অপপ্রচার ও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে হুমকি-ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গোপীনাথপুর এলাকার আবুল খায়ের মোল্যা। তিনি বলেন, নড়াইলের লোহাগড়া উপজেলার গোপীনাথপুর এলাকার এনামুল মল্লিকের ছেলে শিহাব মল্লিকের কাছে পাওনা তিন লাখ আট হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে একই এলাকার মনিরুল মল্লিকসহ তার পরিবারকে অব্যাহত হুমকি দিচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১ নবেম্বর বিকেলে শিহাব মল্লিক ও তার মা বিউটি বেগম মনিরুলদের বাড়ির গেটে লাঠি দিয়ে প্রহার করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। এক পর্যায়ে মনিরুলের ভাই বদরুল মল্লিক ঘর থেকে বের হলে শিহাব মল্লিক তাকে (বদরুল) বেধড়ক প্রহার করে। পরে বদরুলকে অচেতন অবস্থায় লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শিহাবের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হলে ৩ নভেম্বর পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। পরবর্তীতে শিহাব ৭ নভেম্বর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরে আসে। শিহাব তার নিজের শরীর নিজেই বিভিন্ন প্রকার দাগের চিহ্ন বানিয়ে হাসপাতালে ভর্তি হয়ে পুলিশ এবং বাদী মনিরুলের বিরুদ্ধে নির্যাতনের মিথ্যা অভিযোগ আনে। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আবুল খায়ের মোল্যা বলেন, শিহাবকে গ্রেফতারের পর ৩ নভেম্বর যদি পুলিশ এবং বাদী নির্যাতন করে তাকে; তাহলে নির্যাতনের চারদিন পরে ৭ নবেম্বর অসুস্থ হওয়ার কথা নয় ! কারাগারে থাকাকালীন অসুস্থ হওয়ার কথা। এছাড়া শিহাব মল্লিককে কারাগারে প্রেরণের আগে কোর্টহাজতে থাকা অবস্থায়ও আদালত সংশ্লিষ্ট কাউকে তার ওপর নির্যাতনের কোনো কথা বলেনি। বিষয়টি ডাহা মিথ্যা বলেই কোর্টে বা কারাগারের কাউকে জানায়নি শিহাবসহ তার পরিবার। এদিকে শিহাব একেক সময় একেক রকম তথ্য দিচ্ছে সাংবাদিকদের। যা বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে প্রকাশিত হয়েছে। এছাড়া শিহাব মল্লিক তথ্য প্রযুক্তির অপব্যবহার করে বিভিন্ন সময়ে ফেসবুক ও ইমোর মাধ্যমে আমাদের অশ্লীল গালিগালাজ ও হুমকির পাশাপাশি বিভিন্ন আইডি হ্যাকড করে থাকে। ইতোমধ্যে এমন কয়েকটি ঘটনা ঘটেছে। গত ১২ নবেম্বর তারিখে মনিরুলের নিজের মোবাইল ফোন নাম্বার ক্লোন করে তার (মনিরুল) নাম্বার থেকে শিহাবের মোবাইল নাম্বারে ভুয়া হুমকি দিয়ে আমাদের ওপর দোষ চাপানোর অপচেষ্টা করছে। আমাদের দাবি, শিহাব মল্লিকের মিথ্যা বানোয়াট মামলাটি এবং পত্রিকায় প্রকাশিত নির্যাতন ও মারধরের মিথ্যা নিউজ তদন্ত সাপেক্ষে শিহাবকে দ্রুত আইনের আওতায় আনা হোক। এ ব্যাপারে পুলিশ সুপারের সুদৃষ্টি প্রত্যাশা করছি।
×