ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির অস্তিত্ব থাকবে না ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১৩:২৬, ১৫ নভেম্বর ২০১৯

নেতিবাচক রাজনীতির  কারণে বিএনপির  অস্তিত্ব থাকবে  না ॥ তথ্যমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ বিদেশ থেকে সব সিদ্ধান্ত গ্রহণ ও সম্প্রতি বিএনপির কয়েকজন সিনিয়র নেতার দল ত্যাগের বিষয়টি তুলে ধরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির অস্তিত্ব থাকবে না। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের একটি মিলনায়তনে আয়োজিত ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মরণসভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসর। নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির কঠোর সমালোচনা করে দলটির রাজনীতিকে জনকল্যাণ বিরোধী উল্লেখ করে তিনি বলেন, অদূর ভবিষ্যতে দলটি আরও সঙ্কুচিত হয়ে পড়বে। ড. হাছান আরও বলেন, ‘বিএনপির নেতৃবৃন্দ, এমনকি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও দলের অভ্যন্তরীণ বিষয়ে নিজের মত প্রকাশের অধিকার নেই।’ সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই স্মরণ সভার সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল হোসেন মাহমুদ।
×