ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছ বি র গ ল্প ॥ হাতের দস্তানায় নিয়ন্ত্রণ হবে উড়ন্ত ড্রোন

প্রকাশিত: ১৩:১৫, ১৫ নভেম্বর ২০১৯

ছ বি র  গ ল্প ॥ হাতের দস্তানায় নিয়ন্ত্রণ হবে উড়ন্ত ড্রোন

রিমোট কন্ট্রোল নয়, হাতের দস্তানা দিয়েই নিয়ন্ত্রণ করা যাবে উড়ন্ত ড্রোন। সেন্সরযুক্ত স্মার্ট দস্তানাটিতে রয়েছে ছোট একটি কন্ট্রোলার, যা হাতের নড়াচড়া শনাক্ত করে দূরে থাকা ড্রোনে সঙ্কেত পাঠাতে পারে। নভোচারীদের মহাশূন্যে ড্রোন নিয়ন্ত্রণের সুযোগ দিতে দস্তানাটি তৈরি করেছে নাসা ও এসইটিআই ইনস্টিটিউট। এতে রয়েছে ওয়াইফাই সুবিধা। সূত্র : ডেইলি মেইল
×