ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুব ক্রিকেটারদের বিশাল জয়

প্রকাশিত: ১২:৪৫, ১৫ নভেম্বর ২০১৯

যুব ক্রিকেটারদের বিশাল জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সিরিজের তৃতীয় ওয়ানডেতে সফরকারী শ্রীলঙ্কা অনুর্ধ-১৯ দলকে ১৬১ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে তৌহিদ হৃদয়ের ৯৮ বলে ১২৩ রানের হার না মানা বিধ্বংসী ইনিংসে ৭ উইকেটে ৩৪০ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশের যুবারা। জবাবে মাত্র ৩১.২ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা যুবাদের ইনিংস। দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে জেতার কারণে এখন ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশের যুবারা। প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কান যুবারা। মাত্র ১৭ রানেই প্রথম উইকেট তুলে নিয়ে ভালই শুরু পেয়েছিল সফরকারী বোলাররা। কিন্তু দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও মাহমুদুল হাসান জয়। উভয়ে ফিফটি হাঁকান। তানজিদ ৫৩ বলে ৫ চার, ১ ছক্কায় ৬০ ও মাহমুদুল ৬৪ বলে ৩ চার, ১ ছক্কায় ৫২ রান করেন। এরপর মূলক হৃদয় ও অধিনায়ক আকবর আলীর দুর্দান্ত ব্যাটিংয়েই বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। তারা পঞ্চম উইকেটে ৮৯ বল থেকে ১০৭ রানের জুটি গড়েন। হৃদয় ৯৮ বলে ৮ চার, ৬ ছক্কায় ১২৩ রানে অপরাজিত থাকেন। আর আকবর ৪৩ বলে ৫ চার, ১ ছক্কায় ৫২ রানে সাজঘরে ফেরেন। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪০ রান তোলে বাংলাদেশ। লঙ্কানদের হয়ে ২টি করে উইকেট নেন দিলশান মাদুশঙ্কা ও কাবিন্দু নাদিশান। জবাব দিতে নেমে ৩১.২ ওভারে মাত্র ১৭৯ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। নভোদ পরানাভিথানা মাত্র ৩২ বলে ৯ চারে সর্বোচ্চ ৫০ ও আভিস্কা পেরেরা ৩২ বলে ২ চার, ১ ছক্কায় ৩০ রান করেন। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম। ১৬১ রানের বিশাল জয় পায় লঙ্কানরা।
×