ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌম্যর ব্যাটিংয়ে বড় জয় বাংলাদেশ ইমার্জিংয়ের

প্রকাশিত: ১২:৪৫, ১৫ নভেম্বর ২০১৯

সৌম্যর ব্যাটিংয়ে বড় জয় বাংলাদেশ ইমার্জিংয়ের

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার শুরু হয়েছে এসিসি ইমার্জিং টিমস কাপ। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হংকং ইমার্জিং দলকে ৯ উইকেটে বিধ্বস্ত করে শুভ সূচনা করেছে বাংলাদেশ ইমার্জিং টিম। বিকেএসপির ৪ নম্বর মাঠে সৌম্য সরকারের ৭৪ বলে অপরাজিত ৮৪ রানের বিধ্বংসী ইনিংসে এ জয় পায় বাংলাদেশ। গ্রুপের অপর ম্যাচে আফগানিস্তান ইমার্জিংকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান ইমার্জিং। ‘এ’ গ্রুপের দুই ম্যাচে নেপাল ইমার্জিংকে ৭ উইকেটে ভারত ইমার্জিং এবং শ্রীলঙ্কা ইমার্জিংকে ৪ উইকেটে হারিয়ে চমক দেখিয়েছে ওমান ইমার্জিং টিম। বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে আগে হংকং ইমার্জিং দলকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দল। সুমন খানের ভয়ঙ্কর পেস আক্রমণে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে হংকং। ৭ নম্বরে নেমে হারুন আরশাদ ৩৩ বলে ৩ চার, ১ ছক্কায় ৩৫ রান করলে কিছুটা রান বেড়েছে। এরপরও নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রানে থামে তারা। সুমন ৩৩ রানে ৪টি ও অফস্পিনার মেহেদী হাসান ২টি উইকেট নেন। জাতীয় দলের হয়ে সম্প্রতিই ভারতে টি২০ খেলে আসা লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ৩ ওভারে ৪ রান দেয়ার পর ইনজুরিতে পড়েন। ডানহাতে দুটি সেলাই পড়ার কারণে অন্তত ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। অর্থাৎ এই আসরে আর খেলতে পারবেন না বিপ্লব। গত সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি২০ সিরিজে বাঁহাতে এমন একটি আঘাতে ৩ সেলাই পড়েছিল তার। ফলে আর খেলা হয়নি সেই সিরিজে। তবে বিপ্লবের অভাবটা বাকি বোলারদের কৃতিত্বে বুঝতে পারেনি বাংলাদেশ ইমার্জিং এবং ব্যাটিংয়ে নামার পর সৌম্যর ঝড়ো ব্যাটিং পুরোপুরি ভুলিয়ে দিয়েছে তার ইনজুরিতে ছিটকে যাওয়া। মাত্র ২৪.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ ইমার্জিং। মোহাম্মদ নাইম শেখ ৫২ বলে ৮ চারে ৫২ রানে আউট হওয়ার আগে সৌম্যর সঙ্গে ওপেনিং জুটিতে ৯৪ রান তুলে দিয়ে যান। সৌম্য পরে ৭৪ বলে ৯ চার, ৩ ছক্কায় ৮৪ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২২ বলে ২ ছক্কায় ২২ রানে অপরাজিত ছিলেন।
×