ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুরলিধরনের পাশে অশ্বিন

প্রকাশিত: ১২:৪৫, ১৫ নভেম্বর ২০১৯

মুরলিধরনের পাশে অশ্বিন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের বিপক্ষে ইন্দোরে সিরিজের প্রথম টেস্টের প্রথমদিনেই একটি নতুন রেকর্ড গড়েছেন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ১৬ ওভার বোলিং করে ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। এর মাধ্যমে ঘরের মাটিতে দ্রুততম ২৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি। স্পর্শ করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনার মুত্তিয়া মুরলিধরনের রেকর্ড। মুরলিধরন ঘরের মাঠে ৪২ টেস্টে ২৫০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন এবং এককভাবে দ্রুততম এ মাইলফলক স্পর্শের রেকর্ড গড়েন। এবার তাকে সমান ম্যাচ খেলেই স্পর্শ করলেন অশ্বিন। মুরলিধরনকে ছুঁতে মাত্র ১ উইকেটের প্রয়োজন ছিল অশ্বিনের। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক সৌরভকে বোল্ড করে মুরালির রেকর্ড স্পর্শ করেন তিনি। এরপর অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদকেও বোল্ড করে ফেরান অশ্বিন। ১৬ ওভার বল করে ৪৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে প্রথম ইনিংস শেষ করেন তিনি। দেশের মাটিতে ভারতীয় স্পিনার অনীল কুম্বলে ৪৩ ম্যাচে, শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ ৪৪ ম্যাচে, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ৪৯ ম্যাচে এবং ভারতের হরভজন সিং ৫১ ম্যাচে ২৫০তম উইকেটের দেখা পেয়েছিলেন। ভারতীয় বোলারদের মধ্যে কুম্বলে এবং হরভজনের পর তৃতীয় বোলার হিসেবে দেশের মাটিতে ২৫০ উইকেটের মালিক হলেন অশ্বিন। বাহফের তিন সিদ্ধান্ত স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) কার্যনির্বাহী পরিষদের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাহফের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি। সভায় ৩টি সিদ্ধান্ত নেয়া হয়। এগুলো হলো : ১. এ বছরের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে স্কুল হকি আয়োজন করা হবে, ২. এ বছরেই ৮টি বিভাগীয় দল নিয়ে নারী হকি ও বিজয় দিবস হকি আয়োজিত হবে ও ৩. আগামী বছর ঢাকায় অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ সামনে রেখে শীঘ্রই অনুর্ধ-২১ হকি দলের ক্যাম্প পুনরায় চালু করা হবে।
×