ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কোর্টে ফেরার মিশন শুরু সানিয়া মির্জার

প্রকাশিত: ১২:৪৪, ১৫ নভেম্বর ২০১৯

কোর্টে ফেরার মিশন শুরু সানিয়া মির্জার

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর অক্টোবরে সানিয়া মির্জা ও শোয়েব মালিকের ঘর আলোকিত করেছিল ইজহান মির্জা মালিক। তার অনেক আগে থেকেই কোর্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন সানিয়া মির্জা। মা হওয়ার পর সন্তানকে বড় করার দায়িত্ব আরও বেশি করে আঁকড়ে ধরেছিলেন। তবে এবার ধীরে ধীরে টেনিস দুনিয়ায় প্রত্যাবর্তন করতে চলেছেন সানিয়া। সে জন্য জিমে কঠোর অনুশীলনও শুরু করে দিয়েছেন হায়দরাবাদের এই টেনিস সুন্দরী। ছেলেকে বড় করতে না করতেই আবার কোর্টে ফিরতে হলো সানিয়া মির্জাকে। নতুন মৌসুমের শুরুতেই যে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলার ঘোষণা দিয়েছেন তিনি। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ব্রিসবেন ওপেন দিয়ে ২০১০ সালের মিশন শুরু করবেন তিনি। এরপর হোবার্টে খেলারও কথা রয়েছে তার। মূলত টোকিও অলিম্পিকের প্রস্তুতি হিসেবেই সেখানে খেলবেন সানিয়া মির্জা। গত সপ্তাহে অনুশীলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে পোস্টও করেছেন তিনি। সেখানে সানিয়া লিখেছেন, ‘ছেলে মানুষ করা, তার ন্যাপি বদলানো একটা বড় দায়িত্ব তো বটেই, কিন্তু তার সঙ্গে এবার সামনে তাকাতে হবে। আর সেদিকে তাকিয়েই জিম শুরু করে দিয়েছি আমি। প্রতিদিন একটু একটু করেই ফিরে পাচ্ছি নিজেকে।’ মা সানিয়ার কোর্টে প্রত্যাবর্তনের অন্যতম মোটিভেশন সেরেনা উইলিয়ামস। মা হওয়ার পর কোর্টে ফিরে দুর্দান্ত খেলছেন আমেরিকান তারকা। এই সময়ে মেজর কোন শিরোপার দেখা পাননি তিনি। তবে টেনিস কোর্টে লড়াই করে চলেছেন ঠিকই। সেরেনা উইলিয়ামসের মতো টেনিস কোর্টে নিজেকে মেলে ধরতে চান সানিয়া মির্জা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোর্টে নতুন করে ফেরার জন্য যথেষ্ট মোটিভেশন আমার আছে। তবে সেরেনাদের যখন দেখি কোর্টে ফিরে গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে খেলছে, তখন বাড়তি প্রেরণা পাই।’ ২০১৮ এবং ২০১৯ সালের পুরোটা সময় কোর্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন সানিয়া মির্জা। বেজিংয়ে খেলেছিলেন শেষ টুর্নামেন্ট। তবে অতীত পরিসংখ্যানের দিকে না তাকিয়ে টেনিস কোর্টে আবারও স্বরূপে ফিরতে মরিয়া ছয়টি গ্র্যান্ডস্লাম জেতা সানিয়া। তার লক্ষ্য এখন টোকিও অলিম্পিকে নিজের সেরাটা ঢেলে দেয়া। এর আগেও অলিম্পিকে খেলেছেন সানিয়া। কিন্তু পদকের ধারে কাছেও যেতে পারেননি তিনি। তবে টোকিওতে এবার মুছে ফেলতে চান অতীতের সব ব্যর্থতা। সে জন্যই ফিটনেসে আলাদাভাবে মনোযোগ দিচ্ছেন ভারতের এই তারকা খেলোয়াড়। ইজহানের জন্মের পর কিছুটা হলেও সমস্যায় পড়েছিলেন হায়দরাবাদী। সেই সময়ে ২৬ কেজি ওজন কমে গিয়েছিল তার। যার কিছুটা হলেও চিন্তায় ফেলে দিয়েছিল সানিয়া মির্জাকে। সে জন্যই টেনিসে ফেরার জন্য কোনরকমের তাড়াহুড়ো করেননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিজের ফিটনেস নিয়ে আপডেট দিতে গিয়ে সম্প্রতি সানিয়া মির্জা লিখেছিলেন, ‘আমার শরীর কতটা নিতে পারবে, এটা ভেবেই কোর্টে ফেরা নিয়ে ভক্তদের কোন প্রতিশ্রুতি দিতে পারিনি। একজন খেলোয়াড়কে কতটা শারীরিক ও মানসিক ধকল সামলাতে হয় সেটা পেশাদার এ্যাথলেটরাই শুধু জানে। ঠিক একইভাবে বাচ্চার দেখভালের জন্যও একই চাপ সামলাতে হয়।’ মা হয়ে টেনিস কোর্টে ফেরার গল্পটা কেবল সেরেনা উইলিয়ামসের নয়। মার্গারেট কোর্ট, ইভনে গোলাগং, কিম ক্লিস্টার্স, ভিক্টোরিয়া আজারেঙ্কার মতো খেলোয়াড়ও কোর্টে ফিরেছেন। এই সময়ে কেউ গ্র্যান্ডস্লাম জিতেছেন আবার অনেকেই ব্যর্থ হয়েছেন। কিন্তু তাদের এই লড়াইটা কুর্নিশ না করে উপায় নেই। টেনিস দুনিয়ার নতুন মা সানিয়াও তাই স্বপ্ন দেখছেন ভাল কিছু করে দেখানোর। প্রতিদিন ৩-৪ ঘণ্টা করে অনুশীলন করছেন তিনি। সন্ধ্যায় দীর্ঘ সময় কাটাচ্ছেন জিমে। সানিয়া চাইছেন, কোর্টে ফেরার পর যেন বাড়তি কোন চাপ নিতে না হয় তাকে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি যা যা পাওয়ার স্বপ্ন দেখেছিলাম, ক্যারিয়ারে সেটা পেয়েছি। এখন যা পাব, সেটা হবে বোনাস।’
×