ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেলায় প্রথম আয়কর দিয়ে উচ্ছ্বসিত ওরা

প্রকাশিত: ১২:৩২, ১৫ নভেম্বর ২০১৯

মেলায় প্রথম আয়কর দিয়ে উচ্ছ্বসিত ওরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ একই প্রতিষ্ঠানে চাকরি করেন সোহেল শেখ, তুষার ম-ল, আব্দুস সবুর, বাবুল ওঝা ও গৌরাঙ্গ পাল। এসেছিলেন আয়কর মেলায়। প্রথমবারের মতো কর দিয়ে উচ্ছ্বসিত তারা। কর দিয়ে ফেরার সময় বলেন, সরকারের কাছে তাদের পরিচয় এখন ‘করদাতা’। সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর- সেøাগানে রাজধানীর অফিসার্স ক্লাবে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। করসেবা প্রদান ও কর সচেতনতা বাড়াতে প্রতিবছরের মতো এবারও এই মেলার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত সরকারী মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে উৎপাদন শ্রমিকের পদে চাকরি করেন সোহেল শেখ, তুষার ম-ল, আব্দুস সবুর, বাবুল ওঝা ও গৌরাঙ্গ পাল। আয়কর দিয়ে ফেরার পথে সোহেল শেখ বলেন, সকাল সাড়ে আটটার দিকে আসছিলাম। বিশেষ ভিড় ছিল না। খুব সহজেই কর দিতে পেরেছি। তবে এখন ভিড় বাড়ছে। গৌরাঙ্গ পাল বলেন, প্রথমবারের মতো আয়কর দিলাম। বিষয়টি আমি জানতামই না। অফিস মাধ্যমে জানতে পেরেছি এবার আমি আয়করের আওতায় পড়েছি। আমাকে আয়কর দিতে হবে। দেশের সুনাগরিকের দায়িত্ব মাত্রই আয়কর দেয়া। সেই দায়িত্বের জায়গা থেকে অন্য সহকর্মীদের সঙ্গে আমিও এসেছি এই আয়কর মেলায়। তিনি বলেন, এখানে যখন আসি তখন আমাদের সঙ্গে ৬-৭শ’ মানুষের সিরিয়াল ছিল। কিন্তু এরপরও কর দিতে সমস্যা হয়নি। মাত্র ১৫ মিনিটের মধ্যেই কর দেয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখানে যারা কাজ করছেন, দেখে মনে হয়েছে তারা খুবই আন্তরিক ও হেল্পফুল। এটাই হওয়া উচিত। জটিলতা কমিয়ে সুন্দর প্রক্রিয়ায় কর নেয়ায় সরকারকেও ধন্যবাদ জানান তিনি। তুষার ম-ল বলেন, দেশের অন্যান্য পেশার কর্মকর্তা-কর্মচারীদের মতো আমিও কর দিলাম। খুব ভাল লাগছে। আমার আয় নিয়ে আর কোন প্রশ্ন থাকবে না। অল্প বেতন হলেও সরকারের কাছে আমি করদাতা। বাবুল ওঝা বলেন, আমার খুব ভাল লাগছে। এবারই প্রথম এসেছি আয়কর মেলায়। জীবনের প্রথম আয়কর দিলাম। বেতন কাঠামো হিসেবে আমরা পাঁচজনই ৫ হাজার টাকা আয়কর দিয়েছি। বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এ মেলা চলবে ২০ নবেম্বর পর্যন্ত। রাজধানী ঢাকার পাশাপাশি বিভাগীয় শহরে ও সব জেলা শহরে চারদিন এবং ৪৮টি উপজেলায় দুইদিন মেলা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ৮টি গ্রোথ সেন্টারে একদিন ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হবে। মেলা শুরু হয়ে গেলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় বিকেলে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি ৩টি ক্যাটাগরিতে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড হস্তান্তর করেন। এনবিআর চেয়ারম্যান জানান, এটা সেরা করদাতাদের স্বীকৃতি ও অন্যান্য ব্যক্তি-প্রতিষ্ঠানকে উৎসাহিত করতেই এমন আয়োজন। সেরা করদাতা ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ডের জন্য নির্বাচিত করে গত ৫ নবেম্বর গেজেট প্রকাশ করে অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। যেখানে ৭৪ জন ব্যক্তি, ৫৭টি প্রতিষ্ঠান ও অন্যান্য ক্যাটাগরিতে ১০টি ট্যাক্স কার্ড দেয়ার কথা বলা হয়েছে। ব্যক্তি পর্যায়ে ব্যবসায়ী, সাংবাদিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, খেলোয়ার এমনকি নাম আছে সেরা করদাতা শিল্পীদেরও।
×