ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইসরাইল-ইসলামিক জিহাদ যুদ্ধবিরতি, গাজায় নিহত বেড়ে ৩২

প্রকাশিত: ১২:২৯, ১৫ নভেম্বর ২০১৯

ইসরাইল-ইসলামিক জিহাদ যুদ্ধবিরতি, গাজায় নিহত বেড়ে ৩২

গাজার ‘দির আল বালাহ’ এলাকায় ইসরাইলী হামলায় একই পরিবারের ছয় সদস্য শাহাদাতবরণ করেছেন। বৃহস্পতিবার ভোরে নতুন করে বিমান হামলা চালায় দখলদার ইসরাইলী বাহিনী। এতে আরও অন্তত ১২ জন আহত হয়েছে। এদিকে ফিলিস্তিনী গ্রুপ ইসলামিক জিহাদ বৃহস্পতিবার জানিয়েছে ইসরাইলের সঙ্গে তাদের একটি অস্ত্র বিরতি হয়েছে। আল-জাজিরা। গত কয়েকদিনের হামলায় এ নিয়ে গাজায় ৩২ জন ফিলিস্তিনী শাহাদাত বরণ করলেন। ইসলামী জিহাদ আন্দোলনের একজন মুখপাত্র ইসরাইলকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেলআবিব যুদ্ধ শুরু করলেও যুদ্ধ শেষ করার ক্ষমতা তাদের হাতে থাকবে না এবং চলমান সংঘাতের সম্পূর্ণ দায়-দায়িত্ব ইসরাইলকে বহন করতে হবে। মিসরের মধ্যস্থতায় দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হয়েছে বলে এরইমধ্যে খবর এসেছে।
×