ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিন লাদেন পাকিস্তানে হিরোর মর্যাদা পান ॥ মোশারফ

প্রকাশিত: ১২:২৮, ১৫ নভেম্বর ২০১৯

বিন লাদেন পাকিস্তানে হিরোর মর্যাদা পান ॥ মোশারফ

আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানের ‘হিরো’ ছিলেন বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সেনাশাসক পারভেজ মোশারফ। আল-কায়েদার আয়মান আল-জাওয়াহিরি, হাক্কানি নেটওয়ার্কের জালালুদ্দিন হাক্কানিরাও পাকিস্তানের ‘হিরো’ ছিলেন বলে এক সাক্ষাতকারে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি কাশ্মীরী মুজাহিদীনদের পাকিস্তানে প্রশিক্ষণ দিয়ে জম্মু ও কাশ্মীরে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে পাঠানো হয়েছিল বলেও স্বীকার করেছেন। এনডিটিভি। বুধবার পাকিস্তানী রাজনীতিক ফারহাতুল্লাহ বাবর মোশারফের ওই সাক্ষাতকারের ভিডিও ক্লিপ টুইটারে শেয়ার করেন বলে জানিয়েছে এনডিটিভি। তবে সাক্ষাতকারটি কবে নেয়া তা নিশ্চিত করতে পারেনি ভারতীয় গণমাধ্যমটি। টুইটারে শেয়ার হওয়া ওই ক্লিপিংয়ে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট মোশারফকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে অস্থিতিশীল করতে ইসলামাবাদের কৌশল নিয়ে খোলামেলা কথা বলতে দেখা যায়। ‘যে কাশ্মীরীরা পাকিস্তানে আসতেন, তারা বীরের মর্যাদা পেতেন।
×