ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাড়ে ৬ শতাধিক বিচারকের প্যানেল অনুমোদন

প্রকাশিত: ১১:১৯, ১৫ নভেম্বর ২০১৯

সাড়ে ৬ শতাধিক বিচারকের প্যানেল অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥ নিম্ন আদালতের তিন পদমর্যাদার সাড়ে ৬ শতাধিক বিচারকের পদোন্নতির প্যানেল অনুমোদন দিয়েছে সুপ্রীমকোর্টের ফুলকোর্ট সভা। তবে দু’জন বিচারকের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদের পদোন্নতি কিছু দিনের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সুপ্রীমকোর্টের জাজেস কর্নারে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এসময় সুপ্রীমকোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন। এছাড়া ফুলকোর্ট সভায় সুপ্রীমকোর্টের বার্ষিক ছুটির ক্যালেন্ডারে অনুমোদন দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সুত্রে এ খবর জানা গেছে। এর আগে অধস্তন (নিম্ন) আদালতের ৬৫২ বিচারকের পদোন্নতির প্যানেল তৈরি করে সুপ্রীমকোর্ট কোর্ট প্রশাসন। এই প্যানেল চূড়ান্ত অনুমোদনের জন্য ফুলকোর্ট সভা আহ্বান করা হয়। ফুলকোর্ট সভায় এবার যুগ্ম জেলা ও দায়রা জজ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে , সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে এবং সহকারী জজ থেকে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি ফাইল প্যানেল আকারে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এই কর্মকর্তাদের সবাই বিচার বিভাগ পৃথকীকরণের পর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের তৃতীয়, চতুর্থ ও সপ্তম ব্যাচে নিয়োগ পেয়েছেন। ফুলকোর্ট সভায় পদোন্নতি প্যানেল অনুমোদন হওয়ায় এখন তা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়। এ দুই কার্যালয়ের অনুমোদনের পর এসব বিচারকের পদোন্নতিসহ পদায়নের বিষয়ে পর্যায়ক্রমে প্রজ্ঞাপন জারি হবে।
×