ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষকের কারাদণ্ড

প্রকাশিত: ১০:২০, ১৫ নভেম্বর ২০১৯

শিক্ষকের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৪ নবেম্বর ॥ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় নকল সরবরাহের দায়ে সেতু আহমেদ নামে এক শিক্ষকের দুই বছর বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে রংপুর সদর উপজেলার শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন নকলসহ ওই শিক্ষককে আটকের পর এ দ- দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব। শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, ওই কেন্দ্রে গণিত বিষয়ে পরীক্ষা চলাকালীন বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব পরিদর্শনে আসেন। মাধবপুরে কারখানায় অগ্নিকাণ্ড নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ১৪ নবেম্বর ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকায় নির্মিত জাজ রোটুপ্লেক্স নামে একটি শিল্পকারখানায় অগ্নিকা-ে লেমিনেশন মেশিন পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই শিল্পকারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। জাজ রোটুপ্লেক্স এর প্রশাসনিক কর্মকর্তা মেহেদি হাসান জানান, সকাল ১০টার দিকে লেমিনেশন মেশিন চলার সময় রোলারের ঘর্ষণের ফলে আগুনের ফুলকা রাসায়নিক পর্দাথের মধ্যে পড়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা লেমিনেশন মেশিনের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৫০ লাখ টাকার পুরো মেশিনটি সম্পূর্ণ পুড়ে গেছে।
×