ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী

প্রকাশিত: ১০:২০, ১৫ নভেম্বর ২০১৯

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে মওলানা ভাসানীর মাজারে সকাল সাড়ে ৭টায় মিনিটে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করবেন। এর পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। সকাল ৮টায় শিরনি বিতরণ করা হবে এবং বাদ জোহর বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ নবেম্বর সকাল ১০টায় বিজিই বিভাগের সেমিনার হলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে মওলানা ভাসানীর ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। -বিজ্ঞপ্তি
×