ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টেন্ডারবাজি নিয়ে শাহরিয়ারের হুঁশিয়ারি

প্রকাশিত: ১০:১৯, ১৫ নভেম্বর ২০১৯

টেন্ডারবাজি নিয়ে শাহরিয়ারের হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বিভিন্ন সরকারী দফতরে চলছে দলীয় নেতাদের টেন্ডারবাজি। ঘটছে সংঘর্ষের মতো ঘটনাও। এ অবস্থায় টেন্ডারবাজি বন্ধে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি। আর এতে সমর্থন দিয়েছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পৃথক পোস্ট দিয়েছেন রাজশাহীর এই দুই সংসদ সদস্য। সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লেখেন, রাজশাহীতে টেন্ডারবাজি বন্ধ হতে হবে। আর যারা মদদ দেন তাদের মদদ দেয়া বন্ধ করতে হবে, অনতিবিলম্বে। নেত্রীর বার্তা আপনারা যদি না বুঝেন তার পরিণতি আপনাদের ভোগ করতে হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই পোস্ট দেখে তাতে সমর্থন দিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ফেসবুকে লেখেন, ‘প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বক্তব্য রেখেছেন এটা সমর্থন ও সঠিক মনে করি। তিনি প্রচেষ্টা নিলে পরিস্থিতির পরিবর্তন সম্ভব বলে মনে করি। আমি সর্বাত্মক সহায়তার জন্য প্রস্তুত। প্রসঙ্গত, রাজশাহীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দফতরে টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রবিবার দুপুরে দুই গ্রুপের সংঘর্ষে সানোয়ার হোসেন রাসেল (৩৫) নামে যুবলীগের এক নেতা নিহত হয়েছেন।
×