ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

প্রকাশিত: ০৯:৪০, ১৫ নভেম্বর ২০১৯

মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর উপজেলার ডাঙ্গারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফিতা কেটে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। পরে অবিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক। এতে উপজেলা নির্বাহী অফিসার গোলাম কিবরিয়া, উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান ম-ল, বাঙালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রাণবেশ চন্দ্র বাগচি, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বক্তব্য দেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিরুজ্জামান বকুলের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক শিবলি বেগম। ১৯ ভিক্ষুককে সহায়তা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মহানগরীর ১৯ ভিক্ষুককে আর্থিক সহযোগিতা করে পুনর্বাসন করা হয়েছে। সমাজসেবা অধিদফতরের ‘ভিক্ষুক পুনর্বাসন’ প্রকল্পের আওতায় তাদের পুনর্বাসন করা হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকদের হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার কৌশিক আহমেদ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, সমাজসেবা অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লা আল ফিরোজ ও রাজশাহী মহানগর পুলিশের পরিদর্শক রাশেদুল ইসলামসহ বিভিন্ন বেসরকারী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×